আমাদের কথা খুঁজে নিন

   

যেখানে মিলায় ধুসর গোধুলী সময়ের স্রোতে ( একটি প্রশ্ন- বছর কি চলে যায় নাকি বছর আসে?)

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

একবার খুব গান লেখার ইচ্ছে হলো। কি করা যায়, একটা গান তাহলে লেখতেই হয়। কষ্ট স্বীকার করে একখান ছোটখাটো টাইপের একটা গান লিখে ফেললাম- তোমার চোখে দিন কেটে যায় বছর আসে ঘুরে তোমার আলোয় আলোকিত আঁধাররা যায় দুরে। মাঝেমধ্যে নিজেই এই গানটা গাই। অবশ্য যখন লোকজন আশেপাশে না থাকে।

বছরের শেষ দিনটিতে এসে কেন জানি আমার লেখা সেই গানটির কথাই মনে পড়ে গেল। মানুষের মনে পড়ার বুঝি কোন উপলক্ষ থাকে না, কিংবা থাকে না নির্ধারিত কোন সীমা পরিরেখা। বছর ঘুরে আসে...। প্রতি বছরই আসছে। কিন্তু যে বছরটা একসময় আসছে সে আবার চলে যাচ্ছে।

প্রথম প্রথম বছরের সাথে অভ্যস্ত হতে সময় লাগে। যাদের নিয়মিত তারিখ লিখতে হয়, তার আনমনেই ভুল করে ২০০৭ লিখে ফেলবেন ২০০৮ এর স্থলে। এরকম ভুল আবার বেশিদিন থাকবে না। আবার মানুষগুলো নতুনে অভ্যস্থ হয়ে পড়বে। মানুষের জেনেটিক্যাল ডিজাইন বোধহয় এভাবেই তৈরী হয়েছে।

যেইনা বছর শেষ হতে চলে তখনই শুরু হয় জাগতিক যতো পর্যালোচনা কিংবা পাওয়া না পাওয়ার জ্যামিতিক পরিসংখ্যান। হিসাবের খাতার দুইটা ভিন্নমুখী গ্রাফ পাল্লা দিতে দিতে ক্লান্ত হতে থাকে। একদিকে থাকে প্রাপ্তির রেখা আর অন্যপাশে অপ্রাপ্তির রেখা। দু্ইটা রেখা আবার বিপরীতমুখী। ২০০৭ সালের শেষ প্রান্তে দাড়িয়ে কিংবা বসে খুব করেই ভাবতে ইচ্ছে করছে একটা বছরে কি করলাম কিংবা কিইবা করতে চাইলাম! যার কাছে এটাই স্পষ্ট নয় কি করতে চাইলাম তার কাছে বোধ হয় প্রাপ্তির রেখাটা মুখ্য হয়ে দাড়ায় না।

আমি আমাকে সেই ধরনের একজন ভাবি, সে বৃত্তের ঘুর্ণনে ঘুরে ঘুরে ভাবছে আচ্ছা পথটা কোথায় শুরু হয়েছিল? আর কোথায় শেষ হবে? কিংবা কেনইবা এই ঘুরাঘুরি শুরু হলো? সুতরাং আমার কাছেও অবধারিত ভাবে প্রাপ্তির রেখাটা গৌণ হয়ে দাড়ায়। এতকিছুর পরও ভাবনাগুলো পিছু ছাড়ে না। বলগা হরিণের মতোই ছুটতে থাকে। নিয়ন আলোয় কখনোবা গ্রামীণরাতে জ্যোস্নার আলোয় আলোকবর্ষ পথ পাড়ি দিতে চায় এই গাণিতিক জীবনের জ্যামিতিক ভাবনাগুলো। তারপর ভাবতে বসি- আচ্ছা, বছর চলে যায়, নাকি বছর ঘুরে ঘুরে আসে?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.