আমাদের কথা খুঁজে নিন

   

উইকিপিডিয়ায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার আর্টিক্যাল সংখ্যা বিশ হাজার ছাড়িয়ে গেল। বিশ্বের ২৫৩টি ভাষার উইকিপিডিয়ার মধ্যে ৪৭তম এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে ২য় স্থানে!

প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

বাংলাদেশের একটি প্রান্তিক জনগোষ্ঠির ভাষা উইকিপিডিয়ার ২৫৩টি ভাষার মধ্যে ৪৭তম স্থান লাভ করেছে। ভাষাটির নাম বিষ্ণুপ্রিয়া মণিপুরী। বাংলাদেশের সিলেট, মৌলবীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন স্থানের প্রায় ৬০,০০০ আদিবাসি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় কথা বলে থাকে। বাংলাদেশ ছাড়াও ভারতের উত্তরপুর্বাঞ্চলের আসাম, ত্রিপুরা ও মণিপুরে এবং বার্মায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির লোক বাস করে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে ইন্দো-এরিয়ান সাবফেমিলির বেঙ্গলি-আসামিজ গ্রুপভূক্ত করা হয় এবং ভাষাটি মৈতৈ, নাগা ও কুকিভাষা দ্বারা প্রভাবিত।

সমৃদ্ধ প্রাচীন ও আধুনিক সাহিত্যের পাশাপাশি বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের রয়েছে সুদীর্ঘ ভাষা সংগ্রামের ইতিহাস। মাতৃভাষায় শিক্ষার দাবীতে বরাক উপত্যকায় ১৯৯৬ সনের ১৬ মার্চ পুলিশের গুলিতে শহীদ হোন সুদেষ্ণা সিংহ এবং সলিল সিংহ নামে দুজন তরুন তরুণী। পরবর্তীকালে ২০০৬ সনে ভারতের সুপ্রীম কোর্ট এক যুগান্তকারী রায়ের মাধ্যমে ‘বিষ্ণুপ্রিয়া মণিপুরী’ ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেয়। নিবন্ধ সংখ্যার বিচারে বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া এখন বিশ্বের ২৫৩টি ভাষার মধ্যে ৪৭তম । উইকিপিডিয়ায় এই ভাষার নিবন্ধসংখ্যা এপর্যন্ত ২২, ০৯২ টি ।

ভারতীয় উপমহাদেশে কেবল তেলেগু ভাষারই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় চেয়ে বেশি নিবন্ধ রয়েছে। ১৬,৬৩০টি নিবন্ধ নিয়ে ৫৭তম স্থানে রয়েছে বাংলা ভাষা। দেখুন: উইকিপিডিয়ায় বিভিন্ন ভাষার পরিসংখ্যান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.