আমাদের কথা খুঁজে নিন

   

উইকিপিডিয়ায় লেখালেখি করতে ইচ্ছুকদের জন্য ফাঁও পরামর্শ



সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। যদিও নতুন বছরের প্রথম মাসটি চলে যেতে বসেছে কিন্তু এটিই নতুন বছরে আমার প্রথম লেখা। এর পূর্বে বাংলা উইকিপিডিয়া নিয়ে একটি লেখা লিখেছিলাম, এবং অনেকেই সেটিকে পজেটিভলি নিয়েছিলেন তাই নতুন এই দুঃসাহস! অনেকেই উইকিপিডিয়ায় লেখালেখি করতে চায় বা কেউ কেউ নতুন আর্টিকেল তৈরি করার পরপরই ডিলিট খেয়ে আর ওমুখো হয় না। মূলত তাদের জন্যই আমার এই পোস্ট। আশা করি লেখাটি পড়ার পর সবাই উইকি সম্পর্কে সাধারণ ধারণাটি পেয়ে যাবেন।



উইকি আর ব্লগে লেখার মধ্যে তেমন কোন পার্থক্য নেই। ব্লগে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে রসাত্বক কাহিনী লিখতে পারেন কিন্তু উইকি রেফারেন্সে বিশ্বাসী। উইকিপিডিয়ায় লিখতে হলে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে,
১. অন্য কোন ওয়েবসাইটের লেখা কোনভাবেই কপি করে যুক্ত করা যাবে না। আপনি অন্য সাইটের হেল্প নিতে পারেন কিন্তু লেখাটি অবশ্যই আপনাকে নিজের ভাষায় লিখতে হবে (কপিরাইট ওনারের অনুমতি থাকলে ভিন্ন কথা)।
২. যা ইচ্ছা তাই নিয়ে আর্টিকেল তৈরি করা যাবে না।

এখানে কমন সেন্স ইউজ করাই শ্রেয়, যা লিখবেন তার অবশ্যই উল্লেখযোগ্যতা থাকতে হবে। আফটার অল আপনার যদি মনে হয় নিজেকে নিয়ে লিখবেন তাহলে প্রথম প্রশ্ন, আপনি কি সালমান না শাহরুখ? যদি হন, তাহলে চিন্তা নেই আপনি অলরেডি উইকিতে রয়েছেন
৩. যা লিখবেন তা যেন যাচাইযোগ্য হয় অর্থাৎ আপনার যুক্ত করা তথ্য যাচাই করার জন্য সোর্স উল্লেখ প্রয়োজন। এবং সোর্স অবশ্যই সামাজিক যোগাযোগ বা ব্লগ টাইপের কিছু হওয়া চলবে না; নির্ভরযোগ্য হতে হবে (ইউ নো হোয়াট আই মিন)।
৪. এবং লেখার সময় শুধু ইনফরমেটিভ তথ্যের দিকে নজর দেবেন, আপনার ব্যক্তিগত মতামত (পত্রিকায় সাংবাদিকরা প্রতিবেদন লেখার সময় যেমন বাড়তি বিনোদনের জন্য একটু রং লাগিয়ে দেন আরকি) জাতীয় জিনিসপত্র পরিহার করবেন।

আপাতত, এ চারটি জিনিস মাথায় রাখলেই প্রথম চেষ্ঠাতে কেউ আর ডিলিট খাবেন না, নিশ্চয়তা দিচ্ছি।

সবচেয়ে মজার ব্যাপার হলো, উইকিপিডিয়াতে আপনাকে হেল্প করার জন্য অনেক ইউজার এক পায়ের উপ্রে খাড়া থাকে এছাড়া উইকিপিডিয়ায় যেহেতু ফরমালি আলাপ আলোচনা করতে হয়, সুতরাং আপনি ইচ্ছে করলে ফেইসবুকেও বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের কাছ থেকে সমস্যা হলে হেল্প নিতে পারেন। এ লেখার নিচে ফেইসবুক গ্রুপের লিংক দিয়ে দিলাম। যারা আরো নতুন, কিভাবে একটি আর্টিকেল লিখবেন এটা জানেন না তারা এখানে ক্লিক করুন। এছাড়া এই টিউটোরিয়ালটিও কাজে আসবে।

বাংলা উইকিপিডিয়ার যে কোন পাতায় ঢুকার পর বামপাশে উইকিপিডিয়া লগোর নিচে “সাম্প্রতিক পরিবর্তনসমূহ” নামে একটি ট্যাব রয়েছে ঐ পাতায় দেখতে পারবেন কোন ইউজার কোন পাতায় ইডিট করছেন এবং আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ লিংকও রয়েছে।



বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি উইকির তুলনায় ইউজার এবং কন্টেন্ট দুটোই কম, আপনি ইচ্ছে করলে লেখা শুরু করে দিতে পারেন। এতে আমাদের ভাষার প্রতি ভালোবাসা দেখানোও হবে এবং বাংলা ভাষার একমাত্র এই বিশ্বকোষটি কিছুটা সম্বৃদ্ধও হবে। সবাইকে ধন্যবাদ।
ফেইসবুকের লিংক: বাংলা উইকিপিডিয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.