/
লাল রুটি চাঁদ ঝুলে আছে, তোমার করতলে জ্যোস্নাপ্লাবন
ছোট্ট তিতিরের উদ্বাস্তু শিবির তোমার হাতের বিশাল রানওয়ে
আঙ্গুলে প্রাণের সবুজ ঘ্রান- উত্থিত ভ্রুনের অংকুরোদগম
আমার বিস্তারণের ডালপালা তোমার হাত সে গতির লিখন।
মাদকী নয়ন ভরে ওঠে আরক্তিম জল তোমার করতলে পুস্পপুট
গোলাপের কাঁটারা নুয়ে পড়ে - কাঁটা হেরি ক্ষান্ত নহে পথিক
বিমল অমল ধবল তলে জাগ্রত রাত্রির কোমল বিছানাপাট
আকাশ থেকে নামে শলমা জরি, স্বপনে সুখদ উল্কাপাত।
আমার করতলে চৈত্রের ফাটল - চুয়ে চুয়ে ঢোকে জল
অঞ্জলী ভরে ওঠে সঙ্গীতে তোমার করতলে করতল
উত্তরা বাতাসে শীতাদ্র হিমে উষ্ণময় কুসুম সুষমা
রিক্তের ভান্ড ফুলেফেঁপে ওঠে, হে আমার সুন্দরতম দক্ষিণা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।