আমাদের কথা খুঁজে নিন

   

কে আমাকে অতীত ভুলতে বলে?

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com

আমার আগের ব্লগটি পড়ে জান্নাতুল আমাকে অতীত ভুলে যেতে বললেন। কিন্তু আপনি যদি অতীত ভুলতে গিয়ে আপনার পিতৃ পরিচয় ভুলে যান তাহলে কি ভাল হবে? মনে রাখবেন, ক্যান্সার শরীরে নিয়ে তা ভুলে থাকা যায়না। যদি আপনি তা ভুলে থাকতে চান তাহলে তা দিন দিন আরও বড় হবে এবং একটু পর পরই তীব্র যন্ত্রণায় আপনাকে তার অস্তিত্ব জানান দিবে। কদিন আগে মুজাহিদ যখন বলল দেশে কোন যুদ্ধাপরাধী নেই, যখন ওরা বলল মুক্তিযোদ্ধারা সুন্দরী মেয়ে ও সম্পদের লোভে যুদ্ধ করতে গিয়েছিল তখন কি আপনার বুকে তীব্র ব্যথা লাগেনি, ঠিক ক্যান্সারের বা কোন মরণ ব্যধির ব্যথার মত! যখন হান্নান আমাদের মহান মুক্তিযুদ্ধকে সিভিল ওয়ার বলে আখ্যা দিল তখন কি আপনার রক্তে আন্দোলন ওঠেনি! তাহলে তো আপনার শরীরে রক্ত নেই। সবই পানি। আমি কিভাবে ভুলে যাব ৩০ লক্ষ শহীদের রক্তের শোধ এখনও নেয়া হয়নি!!!!!! আমি কিভাবে ভুলে যাব আমার ২ লক্ষ মা-বোন ওই নরপিশাচদের করনে পাকিস্তানি হানাদারদের বিছানায় অসম্মান, অপমান আর নির্যাতিত হয়েছে!!!!!! আমি কিভাবে ভুলে যাব সেই অত্যাচারের পর জন্ম নেয়া আমার ভাই-বোনদের যারা আমার মায়ের পেটেই জন্ম নিয়েছে, কিন্তু জন্ম পরিচয়ের জটিল সমীকরণে জন্মদাত্রী মা কে মা বলে ডাকতে পারেনা। কখনো দু:খিমায়ের মুখটিও দেখেনি!!!!!!! না জানি কোন ভিনদেশে পড়ে আছে!!!!!!! আপনি চাইলে ভুলতে পারেন, প্লিজ আমাকে বলবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.