জার্মানির টমাস বাখ আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের (আইওসি) সভাপতি নির্বাচিত হয়েছেন। বেলজিয়ামের জ্যাক রগের স্থলাভিষিক্ত হলেন তিনি।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে গতকাল মঙ্গলবার সভাপতি নির্বাচিত হওয়ার পর বাখ তার সতীর্থ আইওসি সদস্যদের উদ্দেশে বলেন, আমি আপনাদের প্রত্যেকের সভাপতি হতে চাই।
ছয় জন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে প্রত্যাশিত জয়ই পেয়েছেন বাখ। দ্বিতীয় রাউন্ডে ৯৩ ভোটের মধ্যে ৪৯ ভোট পেয়ে জয় নিশ্চিত হয়ে যায় তার। নিকটতম প্রতিন্দ্বন্দ্বী পুয়ের্তো রিকোর রিচার্ড ক্যারিয়ন পান ২৯ ভোট।
উল্লেখ্য, আইওসির ১১৯ বছরের ইতিহাসে বাখ নবম সভাপতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।