এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষন... "আমি রুপা হতে চাই। হিঃ হিঃ হিঃ। আগে কখনও ইচ্ছে করেনি। আজ সকাল থেকে করছে। আমি মনে হয় আমি এক পাগলের প্রেমে পড়েছি।
নাহ আর মনে হয়না,আসলেই পড়েছি। যত চাই ওকে গুরুত্ব দেবনা ততোই দেই; দেইনা, আসলে দিয়ে ফেলি। প্রতিদিন ওর প্রোফাইল এ যাওয়া, ওর কথা ভাবা, মেসেজ করা, মেসেজ না আসলেও বার বার ফোন দেখা, যেকোনো মেসেজ আসলে তাড়াতাড়ি চেক করা। তখন যখন দেখতাম- উফফ আবার এয়ারটেল এর মেসেজ তখন এ মন খারাপ হয়ে যেতো। এজন্য খুবই বিরক্ত নিজের উপর।
কারন কখনও চাইনি তুই জানিস।
বিভিন্ন পেজ ঘাটতে ঘাটতে হিমু আর রুপার একটা ফিচার পেলাম। তখন মনে মনে ভাবলাম আজ থেকে তুই বাদ, আমার বয়ফ্রেন্ড হবে হিমুর মত। আর আমি হব রুপা। ও একটা গেরুয়া রং এর পাঞ্জাবী পড়ে অপেক্ষা করবে আর আমি আসবো নীল শাড়ীতে।
রিকশা যখন ওর সামনে এসে থামবে তখন ও হাসি দিয়ে বলবে এতো দেরি রাজকন্যার......। আমি যখন ভাড়া দেবো হাতের কাচের নীল চুড়িগুলো শব্দ করে জানিয়ে দেবে তারাও আছে। ও আমার হাতে দেবে এক গুচ্ছ কদম। তারপর হাটা। হয়তোবা টি এস সি , হয়তোবা সাভার, হয়তোবা ফুলার রোডে হাঁটতে হাটতে হঠাৎ দাঁড়িয়ে পড়বে।
তাকিয়ে থাকবে কিছুক্ষণ ,তারপর বলবে ভালোবাসি। এই হচ্ছে আমার কল্পনার হিমু । কিন্তু আমার সেই হিমুকেও আমি তোর সাথে মিলাচ্ছি কেন? ভাবছি কেন হিমুর এক্সপ্রেশনগুলোতে তোকে কতো জোস লাগবে...। তোর ও তো নীল শাড়ী পছন্দ। মনে আছে বৃষ্টিতে ভেজার কথা? পুরো কাকভেজা হওয়া...তাও হেঁটে চলা।
অনেকবার ভেবেছি বলবো তোকে। যখন তুই কষ্ট পেতি ভাবতাম যা থাকে কপালে, বলেই ফেলি। কিন্তু এতো সাহস আমার কখনোই হয়নি রে। মানুষ অনেক বেশী আজব প্রাণী। কি যে চায় সে নিজেও বোঝেনা।
আর যখন বোঝে তখন আর সময় থাকেনা। যখন তুই বলতি আমার বয়ফ্রেন্ড হওয়া পর্যন্ত তুই ওয়েট করবি তখন মুখে বলতাম করিস না। কিন্তু কি পরিমাণ যে খুশি হয়েছিলাম...জিজ্ঞেস করেছিলি, ভালোবাসি কিনা, তখনো মিথ্যা বলেছি। আসলে আমি সময় নিতে চেয়েছিলাম। তুই বুঝিসনি।
মিথ্যাগুলো ছিলো যাতে তুই না বুঝিস আমি উইক তোর প্রতি। এখন তুই নেই আমার পাশে। বলেছিস তোকে নিয়ে না ভাবতে। বার বার ভুলতে যেয়েও কেন মনে পড়ে তোকে? এখন তুই জানিস আমি তোকে ভালোবাসি । তারপরও কেন চলে গেলি? এখনো জানিস তোর কথা সারাদিন ভাবা হয়, এখনো মনে করি তোর সাথে আড্ডার সময় গুলো।
মনে আছে আমি কদম ফুল পছন্দ করি বলে তুই নিজে গাছে উঠে পেড়ে দিয়েছিলি? সব সময় চেয়েছি তুই শেষ চেষ্টাটুকু কর। আমার বিশ্বাস ছিল আমি যাকে ভালোবাসবো সে আমার জন্য শেষ চেষ্টাটা করবে। আমার সেই বিশ্বাস ভেঙ্গে গেছে রে। তুই কি পারতি না আর ওয়েট করতে? তুই যখন আমার বাসায় বলতি তখন আমি তোকে বলতাম সেই কবে থেকে ভালোবাসি। আর তুই রেগে গিয়ে বলতি এতদিন কেন বলিসনি ফাজিল।
হাহাহা... আর স্বপ্ন দেখে কি হবে বল। সব শেষ হয়ে গেছে। তুই ভূল বুঝেছিস আমাকে। আমিও বুঝিনি তোকে। হয়তোবা ভেবেছিস কখনও বিশ্বাস করি নি তোকে, ভালোবাসি নি তোকে।
কখোনো কেন বলিনি জানিস? কারণ আমি চেয়েছিলাম আগে নিশ্চিত হতে আমি তোকে কতোটা ভালোবাসি। অনেক দেরি করে ফেলেছি। বাস্তবে তুই নাই হলি আমার। কল্পনাতেই না হয় তুই আমার। এটাও কম কি?? কখনও বলা হয়নি......হয়তোবা হবেও না কখনও...কিন্তু যা বলতে যেয়েও সবসময় থেমে গিয়েছি...... ভালোবাসি তোকে...."
সংগৃহীত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।