ভালো ..তবে কালো
সম্প্রতি নাসার গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের বুকে কেবল পানিই নয় সোনা-রূপার মতো মূল্যবান পদার্থও রয়েছে। খবর বিবিসি অনলাইনের ।
নাসার গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, চাঁদের দক্ষিণ গোলার্ধের ক্যাবিয়াস গুহার ভেতর পর্যবেক্ষণ করে পানির সঙ্গে মূলবান ধাতুর খোঁজ পেয়েছেন গবেষকরা। এলসিআরওএসএস নভোযানের মাধ্যমে ক্যাবিয়াস গুহার ধুলা এবং বাষ্প পর্যবেক্ষণ করে এই তথ্য পেয়েছেন তারা। এই গুহার মধ্যেই সেন্টর রকেট বিধস্ত হয়েছিলো।
গবেষকরা জানিয়েছেন, চাঁদের এই পৃষ্ঠেই পানির সঙ্গে বেশি ঘনত্বের বরফ, পারদ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সোনা এবং রুপা মিশে আছে।
গবেষক পিটার শুলজ জানিয়েছেন, চাঁদের এই পৃষ্ঠ যেনো গুপ্তধনের কোনো খনি যা ছড়িয়ে আছে গোটা চন্দ্রপৃষ্ঠেই।
চন্দ্রবিশেষজ্ঞ মাইকেল ওয়ারগো জানিয়েছেন, নাসার গবেষকরা নিশ্চিত হয়েছেন চাঁদের বুকে বরফ পানির সঙ্গেই মিশে আছে মুল্যবান ধাতু। যা সবসময়ের জন্য ছায়াঘেরা অঞ্চলে ছড়িয়ে আছে।
গবেষকরা জানিয়েছেন, চাঁদের মাটিতে বিভিন্ন ধাতুর এই আধিপত্য প্রমাণ করে চন্দ্রপৃষ্ঠ রাসায়নিকভাবে এখনও সক্রিয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।