আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo
চলছে গাড়ী যাত্রাবাড়ি
জ্যামে ভিতর আটকে গাড়ি।
গাড়ির ভিতর মারামারি
কাদছি আমি, হাসছো তুমি।
হাসি দেখে মুগ্ধ আমি,
এত সুন্দর কেমনে তুমি?
হাতে হাত রাখলে তুমি,
লজ্জা পেয়ে ঘামছি আমি।
কালো দীঘল খোলা চুল,
খোপায় দিলে আমার ফুল।
উড়ছে চুল, দুলছে দুল
রাস্তা আমার হচ্ছে ভূল।
ছুটছে নাড়ি প্রবল বেগে
তোমায় নিয়ে যাচ্ছি ভেগে।
তোমার বাবা বুঝল না
পাত্র আমি মন্দ না।
আমার বাড়ি নোয়াখালী,
তোমার বাড়ি বরিশাল।
হুদাই কিল্লাই তোঅ্যাঁর আব্বা,
এইয়া লইয়া পেরেশান?
কত বললাম দেখুন জনাব
জিজ্ঞেস করে দেখুন,
আপনার মেয়ের হৃদয় হতেই
আমার কথা শুনুন।
সেই পুরানো একগুয়েমী,
সেই পুরানো কথা।
সমাজে আমি কেমনে বলি
মেয়ের প্রেমের কথা।
রাতে ফোনে বললে আমায়
চলো পালিয়ে যাই,
আমি বললাম তোমার ইচ্ছা,
আমার আপত্তি নাই।
এক কাপড়ে ছাড়লে বাড়ি,
আমার সাথে বাঁধলে জুড়ি।
লক্ষ্য মোদের ছোট্ট বাড়ি,
দুটি প্লেট আর একটি হাড়ি।
ঘোমটা মাথা, লাল শাড়ি
দুই হাতে সব রেশমী চুড়ি।
হাতে হাত দিলাম আমি
লজ্জা পেয়ে ঘামছ তুমি।
বাসর দিলো আমাদের
লক্ষ তারা আকাশের।
নতুন চাঁদ বানালো তারা,
তোমাকে তোমাকে।
উঠলে তুমি ডুবলো চাঁদ
ভালোবাসা জিন্দাবাদ।
অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।