আমাদের কথা খুঁজে নিন

   

কাউন্ট ডাউন : ব্লগার সম্মেলনের আর মাত্র ১ দিন বাকি

গভীর কিছু শেখার আছে ....

সামহোয়ারইন ব্লগার সম্মেলনের আর মাত্র ১ দিন বাকি। এখন পর্যন্ত স্থান : ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট ও সময় : বিকেল ৪ টা অপরিবর্তিত আছে। আমাদের সম্মেলনটি মূলত আড্ডা হিসেবেই বিবেচিত হবে। সকলেই একে অপরের সঙ্গে মত বিনিময় করবেন, আলাপ আলোচনা করবেন, জানবেন, বুঝতে চেষ্টা করবেন অন্যকে। সাংস্কৃতিক সন্ধ্যা হিসেবে কেউ যদি মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট নিয়ে আসেন তবে আমরা খুবই খুশি হবো।

আর গলা ছেড়ে যে কোন ব্লগারের গান শোনার জন্য অন্যরাও যে অধীর হয়ে থাকবেন তা আর বলার অপেক্ষা রাখে না। তাই এখন থেকেই ঠিক করতে বসুন কি করবেন ব্লগার আড্ডাতে এসে। কারণ আড্ডায় আগত প্রত্যেককেই অন্তত কিছু একটা উপস্থাপন করতে হবে। আরও কি কি বিষয় থাকতে পারে তার একটি প্রস্তাবনা আশা করছি। এক্ষেত্রে কেউ যদি নিজ উদ্যোগে কোন ধরণের গেম শো'য়ের আয়োজন করতে চান এবং পুরস্কারের ব্যবস্থা রাখেন তবে তাকে অবশ্যই সাধুবাদ জানানো হবে।

আর মেয়ে ব্লগাররা যেহেতু আসবেন তাই আমাদের আড্ডা চলবে বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। তবে তার পরও যদি অন্যরা আড্ডা দিতেই থাকেন তাহলেও আমাদের কোন আপত্তি নাই। এছাড়া কারো কোন আরও স্পেশাল আইডিয়া থাকলে এই পোস্টে বা ই-মেইলে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। ধন্যবাদ।

@ রিজভী @ একরামুল হক শামীম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.