আমার ব্যক্তিগত ব্লগ
আমাদের দেশে ভারী বোঝা নেয়ার সময় মানুষকে পিঠ ব্যবহার করতে দেখি। দার্জিলিংয়ে (পরে নেপালের পাহাড়ি অন্চলের ছবিতেও দেখেছি) দেখলাম, হালকা পাতলা মানুষ, মাথার সাথে ঝুলিয়ে কাপড় দিয়ে ঝোলা বানিয়ে ভারি ভারি বোঝা অবলিলায় পাহাড় বেয়ে উঠে যাচ্ছে। হয়ত পাহাড়ি এলাকায় এমনই নিয়ম। কিন্তু যখন দেখলাম ২টা গ্যাস সিলিন্ডার অবলিলায় মাথার সাথে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে তখন ওদের ঘার কত শক্ত সেটা নিয়ে না ভেবে পারলাম না।
এমনি জলপাই গুড়ির চা বাগানের মেয়েদেরও দেখলাম, মাথার সাথে কাপড় ঝুলিয়ে ঝোলা বানিয়ে তাতে চা পাথা রাখছে। আমাদের দেশে দেখেছি পিঠের সাথে ঝুড়ি বেধে চা পাতা রাখছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।