আমি কথা বলি সব কিছু নিয়ে, যা ঘটে আর যা ঘটে না।
বায়ু, পানি, খাদ্য অথবা সাধারণ ছোঁয়ায় বা স্পর্শে এইচআইভি ছড়ায় না। এইচআইভি মানবদেহের কয়েকটি সুনির্দিষ্ট তরল পদার্থে (রক্ত, বীর্য, বুকের দুধ) বেশি থাকে। ফলে, মানবদেহের এই তরল পদার্থগুলোর আদান-প্রদানের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে। সুনির্দিষ্টভাবে যে যে উপায়ে এইচআইভি ছড়াতে পারে, তা হলো :
১) এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর রক্ত কোন ব্যক্তির দেহে পরিসঞ্চালন করলে
২) আক্রান্ত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ অন্য কোন ব্যক্তি ব্যবহার করলে
৩) আক্রান্ত ব্যক্তির কোন অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে
৪) এইচআইভি/এইডস আক্রান্ত মায়ের মাধ্যমে (গর্ভাবস্থায়, প্রসবকালে বা সন্তানের মায়ের দুধ পানকালে) তার শিশু এই রোগে সংক্রমিত হতে পারে
৫) অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলন করলে।
____________
■ উৎস: নবম ও দশম শ্রেণীর ২০১০ সালের মাধ্যমিক সাধারণ বিজ্ঞান ও মাধ্যমিক সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তক থেকে সংগৃহিত।
■ ফেসবুক পেজ: জয়েন করতে পারেন এই লিংক চেপে।
■ এইচআইভি প্রতিরোধের জন্য প্রচারণামূলক ওয়েবসাইট: কি কি দেখতে চান সেসব মতামত জানাতে পারেন ' এই লিংক ' থেকে ওয়েবসাইটটি দেখে।
■ এইচআইভি প্রতিরোধের সরকারী ওয়েবসাইট: ভিজিট করতে পারেন 'এই লিংক ' থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।