আমাদের কথা খুঁজে নিন

   

এইচআইভি কাটিয়ে উঠবে ১০ জনে ১জন

গবেষকরা ১৪ জনের ওপর পরীক্ষা চালিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। থেরাপি নেয়া শেষ করা এসব ব্যক্তির শরীরে এইচআইভি ভাইরাসের আর কোনো উপসর্গ দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে একটি শিশুকে এইচআইভি সংক্রমণের আগাম চিকিৎসা দিয়ে এইডস মুক্ত করার খবরের পরই এ নতুন খবর শোনালেন বিশেষজ্ঞরা। কিন্তু এইচআইভি আক্রান্ত বেশির ভাগ মানুষই গুরুতর অসুস্থ না হওয়া পর্যন্ত এ ভাইরাস সংক্রমণ ধরতে পারে না। পরীক্ষার জন্য নেয়া রোগীদের দলটিকে এইচআইভি সংক্রমণের ১০ সপ্তাহের মধ্যেই চিকিৎসা দেয়া শুরু হয়।

তারা অন্য রোগের কারণে হাসপাতালে ভর্তি হলেও তাদের রক্তে এইচআইভি সংক্রমণ ধরা পড়ে। এরপর তাদেরকে গড়ে তিন বছরের জন্য এন্টি-রিট্রোভাইরাল ওষুধ দেয়া হয় এবং তারপর ওষুধ বন্ধ করা হয়। এ ওষুধে ভাইরাসটি দমে থাকলেও পুরোপুরি নির্মূল হয় না। ওষুধটি বন্ধ করে দিলে আবার ভাইরাসটি সক্রিয় হয়। কিন্তু আগাম চিকিৎসা দেয়া ওই রোগীদের ক্ষেত্রে পুনরায় ভাইরাস সংক্রমণ ঘটেনি।

কারো কারো ক্ষেত্রে দশকব্যাপী এইচআইভি নিয়ন্ত্রণে ছিল। প্যারিসের ইন্সটিটিউট পাস্তুরের এক চিকিৎসক বলেন, “একই চিকিৎসা নেয়া অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণ নাও হতে পারে। কিন্তু কারো কারো ক্ষেত্রে হতেও পারে। ” তিনি জানান, ভাইরাস আক্রান্ত হওয়ার পরপরই চিকিৎসা নিলে ৫ থেকে ১৫ শতাংশ রোগী কার্যত সুস্থ্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ, তাদের আর ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.