তোমাকে পাওয়ার লোভ ভালোবাসাকে তীব্র
থেকে তীব্রতর করে চলেছে যেন বিভাজনে।
তীব্র ভালোবাসার অপেক্ষার ক্ষণ গুণে গুণে
চোখ দুটো ক্লান্ত, অবষন্ন।
তোমাকে না পাওয়ার যন্ত্রনারা আমাকে ক্ষত বিক্ষত
করছে প্রতিদিন-রাত, মূহুর্ত, অনুক্ষণ।
বুকের কোন গহীনে যেখানটায়
তোমার বিশুদ্ধ অনুপ্রবেশ দুমরে মুচরে
কষ্টের টুকরো টুকরো কাঁচ বিঁধিয়েছে।
দলা বাধা কষ্ট কুন্ডলী পাকিয়ে আটকে থাকে
গলার কাছে,জায়গা করে চোখের কোলে
চোখ এত জল কোথায় পায় তার হদিস
আমি পাই না।বাধভাঙ্গা ঢেউ আছরে পড়ে
হেরে যাই, নিজেকে হারাই বারবার
এই রংহীন জল ভেঙ্গে দেয় আমাকে
উদ্ভ্রান্ত , দিশেহারা আমি শূণ্যতায় পথ খুঁজি।
হঠাৎ তুমি বলো,’এই যে দেখ আমি আছি’
চোখ তুলে যেই তাকাই তোমার চোখে
দেখি অসহায়ত্বের, কষ্টের ছায়া।
থমকে যাই, কুঁকরে যাই আমি
তোমাকে পাওয়া আমার জন্ম জন্মান্তরের চাওয়া
তোমাকে পাওয়ার চাওয়া অপরাধী কি করে দিলো
আমাকে?তোমার কাছে, আমার কাছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।