ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
আসিফ!!!!
খুব অবাক হচ্ছিস,না?কথা নাই-বার্তা নাই,ধুম করে তোর কথা লিখছি ব্লগে!!তুই তো জানিস,আমার অনেক কিছুই ধুম করেই হয়ে যায়!আচমকা যেন পিছু ডেকে ফেলেছি।
তোর সাথে বন্ধুত্ব তো আমার সেই ছোটবেলার। ক্লাস থ্রি-ফোরের। শেষ দেখা হয়েছিল কবে মনে আছে তোর?ওই যে জাতীয় পর্যায়ে তুই গিয়েছিলি অভিনয়ে আর আমি রচনায়;প্রায় পাঁচ বছর পর ওটা ছিল আমাদের প্রথম এবং এখন পর্যন্ত শেষ দেখা। আমি মাঝখানে একবার রংপুরে গেছিলাম।
শিফাত ভাইয়ার কাছ থেকে জেনেছিলাম তুই রংপুরে আছিস। তোর ব্যস্ততার কারণে আর সেবার দেখা হয় নি।
ছোটবেলায় হয়তো বা মনের অনুভূতিগুলো কিভাবে প্রকাশ করতে হয় খুব একটা ভালো বুঝতাম না। কিন্তু এখন বুঝি,তুই আমার জীবনের সেরা বন্ধুদের একজন।
মনে আছে তুই আমাদের সারাক্ষণ হাসাতি।
তোর কথাবার্তা,চলাফেরা সবকিছুতেই যেন আনন্দ!
মানুষকে যে কিভাবে আনন্দ দেওয়া যায়,সত্যি বলছি তোকে না দেখলে বুঝতে পারতাম না!এতোদিন পর এসে বুঝি,আমার মাঝে যতটা উচ্ছলতা কিংবা অন্যকে হাসিখুশি রাখতে চাইবার চেষ্টা তার অনেকটাই তোর অবদান।
তোদের সাথে যখন সাইকেল চালিয়ে বেড়াতাম কিংবা ক্রিকেট খেলার মাঠে গিয়ে হৈ-হুল্লোড় করতাম,তুই বলতি অন্য মেয়েদের সাথে আমাকে কিছুতেই মেলাতে পারিস না। ভাগ্যিস মেলাতে পারতি না! না হলে তোদের মতো বন্ধু আমার ভাগ্যে জুটত না।
যাই হোক,অনেক ভালো থাকিস রে দোস্ত....যেখানেই থাকিস...যেভাবেই থাকিস....থাকিস যতদূরে.................
নিশা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।