সুবোধের কথামালা
জল তরঙ্গে ভাসে আমার
আনাড়ি স্বপ্নগুলো
পূর্ণতা পায়না কখনোই
সুবর্ণ সময়ের আচ্ছন্নতায়
দূর্বোধ্য হয়ে ওঠে।
সুবর্ণ থেকে নীল হয়-
গাঢ় নীল।
স্বপ্নগুলো ভাসে- রাশি রাশি
বুদবুদ হয়ে
হারবেরিয়াম স্তুপ আস্তে আস্তে
ভারি হয়
ফেনা রাশি রাশি বিলীন হয়
মৃদু শব্দের তরঙ্গে
হারবেরিয়াম স্মৃতি হয়
পতনের ধারাবাহিকতায়
উদ্ভিদ পতনে
জলের জল তরঙ্গে ভাসে আমার
আনাড়ি, দূর্বোদ্ধ, গাঢ় নীল স্বপ্নগুলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।