আমি সন্ধানী ডোনার ক্লাব সরকারি বি এম কলেজ ,বরিশাল এর একজন কার্যকারি সদস্য .
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের হরতাল প্রসঙ্গে বলেন, ‘৫০টা হরতাল করার চেয়ে পাঁচ মিনিট সংসদে থাকা বেশি লাভজনক। হরতাল দিয়ে সরকারের পতন ঘটানো যায় না। এ রকম অপচেষ্টা আমরাও করেছিলাম। সুতরাং হরতাল না করে বিরোধী দল সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিলে বেশি লাভ হবে। ’
আজ রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, ‘নীতিতে চাতুর্য চলে, শঠতা চলে, কিন্তু মিথ্যা চলে না। আবার বহুরূপী আইনজীবী (মওদুদ) গতকাল বলেছেন, আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ করা হলে তা হবে অসাংবিধানিক ও সংসদের জন্য অপমানজনক। ’ মওদুদের এ রকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতা বলেন, ‘অসাংবিধানিক যদি হয়ে থাকে তাহলে সে দায়ভার তাঁকেই নিতে হবে। কারণ অষ্টম সংশোধনী মামলার রায় হওয়ার পর তিনি কারও পরামর্শ না নিয়ে সংবিধান পুনর্মুদ্রণ করেন। কিন্তু এ সরকার সংবিধান সংশোধন-সংক্রান্ত একটি কমিটি গঠন করেছে।
এ কমিটি আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছে। তিনি (মওদুদ) মনে করেন, সাংবাদিক ও সাংসদেরা অজ্ঞ, তিনিই একমাত্র বিজ্ঞ। এ ধরনের চিন্তাভাবনা রাজনীতির জন্য সুখকর নয়। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।