আমাদের কথা খুঁজে নিন

   

তামিমের মত কুলাংগার ক্রিকেটারদের বর্জন করার জন্য লক্ষ ব্লগার এর কন্ঠ চাই

মমমমমম বাংলাদেশের মানুষ অনেক সহজ সরল। আমাদের দেশটা নানা সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে। মানুষগুলো প্রতিদিন দুবেলা ভাতের ব্যবস্থা করতে হিমশিম খেয়ে যাচ্ছে। বিনদোন বলতে এই ক্রিকেটই সম্বল। আমরা কিনা করি ক্রিকেট নিয়ে।

আমাদের দেশের আমজনতা ক্রিকেট পাগল। ক্রিকেটের উন্মাদনার জন্য জাতীয় খেলা হাডুডু আজ ইতিহাস হয়ে গেছে। তাতে আমাদের কোন দুঃখ নেই। বাংলাদেশকে যারা জানে না তারা এটা জানে যে বাংলাদেশের ক্রিকেট কে। জাতীয় দলের ১১ জন খেলয়াড় কেবল ১১ জন মানুষ নয় তারা একটা দেশের ১১ জন প্রতিনিধি যাদের দিয়ে পৃথিবীর মানুষ বাংলাদেশ কে জানবে।

তাদের দায়িত্ব অনেক। একজন ভাল খেলয়াড় কেবল যে মাঠে ৪/৬ মারবে তা নয় একই সাথে তাকে হতে হবে ভদ্র ও বিনয়ী আর তা না হতে পারলে তার থেকে মানুষ ভুল বার্তা পাবে। আমাদের দেশের ক্রিকেটাররা কোন সামাজিক কাজের সাথে জড়িত আছে বলে আমার জানা নেই। একবার জাতীয় দলে ঢুকলে সে পীর সাহেব হয়ে যায়। সমাজের প্রতি কোন দায়বদ্ধতা না থাকলে সে সমাজের জন্য ক্ষতির কারন হয়ে দাঁড়ায়।

আমাদের দেশে ক্রিকেটারদের বড় বেশি আদর করা হয়ে গেছে, কথায় আছে বাঁদরকে আদর করলে সে মাথায় ওঠে। এখন দেখতেছি যে ক্রিকেটারদের অবস্থা সেই দিকে যাচ্ছে। তা না হলে তামিম কিভাবে একজন নারী দর্শককে মাদারচোদ বলে গালি দিয়ে ব্যাট দিয়ে মারতে যায় আমার জানা নেই। ক্রিকেটার রা কিসের জন্য খ্যাতি পাই, দর্শক প্রিয়তার জন্যই সে টাকা পয়সা কামাবার রাস্তা পাই কেবল ৪/৬ মারার জন্য না। অনেক খ্যাতিমান ক্রিকেটার আছেন যারা ব্যাট হাতে সফঅল না কিন্তু তাদের কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

তামিমের এই ধরনের ব্যবহার কোন যুক্তি দিয়ে সমর্থন করা যায় না। যে মেয়েটিকে সে গালি দিয়েছে সে তো বলেনি যে তামিম খারাপ, সে চেয়েছিল একটা অটোগ্রাফ আর তাকে শুনতে হল মাদারচোদ নামের এক গালি। আমাদের কাটা টিকেটের পয়সার কি কোন দাম নেই ? যে আমাদের মা বোন দের তামিমের মত কুলাংগার এর কাছ থেকে গালি শুনতে হবে । আজ যেখানে নারীর প্রতি সহিংসতা কমানোর জন্য সারা বিশ্বে অন্দোলন চলছে সেখানে নারী দর্শক কে মাদারচোদ বলে গালি নারীর প্রতি সহিংস আচারনের শামিল। বড় কথা তামিম একজন আইকন তার থেকে এ ধরনের আচারন আমরা আশা করি না।

এর জন্য তামিমের শাস্তি হওয়া উচিত। এ ধরনের কার্যক্রম নারীকে সম্মান করতে সাধারন মানুষকে উৎসাহিত করবে। আমরা কোন বর্বর জাতি না যে আমাদের মা, বোনকে কেউ অপমান করে যাবে আর আমরা মুখবুজে সহ্য করব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।