হে ফকির সন্ন্যাসী তুমি একা আনমনে
কি সৌরভ ছড়াতে ছড়াতে দ্রুত চলে যাচ্ছ। কোনখানে?
তোমার মনে এ কিসের গুন গুনানি,কিসের গৌরব?
আমাদেরও একটু শোনাও ,আমরাও শুনি।
তোমার মনে এ কিসের গৌরব!
তোমার পদচারনায় এ কিসের স্পর্ধার প্রকাশ?
তা কি সব ত্যাগের সন্মোহনে?
কি তুমি পিছনে ফেলে এসেছ? দেখনি একবার ও ফিরে
আমদের কালো হয়ে যাওয়া পিচ্ছিল শ রীর-মন !
নাকি তুমি একা হতে চেয়েছ আমাদের থেকে? কোন সংক্রমনের ভয়ে?
এ তোমার কেমন বিতৃস্না ?
তুমি যে আত্মবিরম্বনা ডেকে এনেছ তোমার অন্তরে
তার থেকে উত্তরনের পথ খুজতেই তুমি শুধু দৌড়েছ দৌড়েছ।
তাকি আমরা জানিনা ভেবেছ?
তুমিত ভালবাস নি। না নিজেকে, না আমাদের ।
স্বাভিমানে বসেছ নিজ আসনে
ভেবেছ পাবে মুক্তি?একা? আমাদের বিহনে?
তার থেকে তোমার গোপন ভয়ের কথা চিতকার করে জানিয়ে দাওনা কেন সারা পৃথিবিকে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।