যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
২০০৬ সালের ডিসেম্বর । সদ্য কাম্পাস ছেড়েছি । ক্যাম্পাসে যাওয়া হয় কম ।
১৬ ডিসেম্বর সকাল বোধহয় ১১ টা । এমন দিবস গুলোতে(২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৪ এপ্রিল ,১৬ ডিসেম্বর) পারতপক্ষে ক্যাম্পাসে থাকতাম না । এদিন গুলোতে সকালের মধ্যে কাজকর্ম সেরে ফুটতাম , ক্যাম্পাসের বাহিরে । মানুষের ঢল থেকে বাচতেই আমরা সটকে পড়তাম । ক্যাম্পাস ছাড়ার পর হুট করে সেদিন ক্যামপাসে যেতে ইচ্ছে করল ।
১৬ ডিসেম্বর সকাল বোধহয় ১১ টা আমি রিকশা নিয়ে আটকে গেলাম কাটাবন মোড়ে , জামাত-শিবির-রাজাকরদের বিজয় দিবসের র্র্যালী । খোদা এও কি সম্ভব?? হাসব না কাদব ??মিছিল আর শেষ হয়না , ঢাকা-ঢাকার আশপাশ থেকে তারা লোকভাড়া করে নিয়ে এসেছে, শো ডাউন করতে । মিছিলের রুপ দেখলেই বোঝা যায় । মিছিল থেকে ভেসে আসছে নানা রকম শ্লোগান । হঠাৎ একটা শ্লোগান শুনে চমকে উঠলাম !! ভালো করে কান ফাতলাম , ভুল শুনছি না তো !!??!!
জামায়াতের মিছিলে শ্লোগান দিচ্ছেঃ
স্বাধিনতা এনেছি স্বাধিনতা রাখব !!
ব্যাকল হয়ে গেলাম ।
ধরণী দ্বিধা হও , ওদের লজ্জা নাই তো কি হয়েছে , আমরা তো মানুষ । জামাতীদের নিলর্জ্জতা দেখে কান লাল হয়ে গেল । স্বাধিনতা এনেছি স্বাধিনতা রাখব!!
বাহ !! বাহ!! দারুন শ্লোগান তো । অথচ আমি এদর শ্লোগান থেকে শোনা যায় " আমরা সবাই তালেবান , বাংলা হবে আফগান!! " সবসময় কেন যেন ওরা ধ্বংসস্তুপ পচ্ছন্দকরে । বোধহয় ১৯৭১ এর ধ্বংসস্তুপের মাঝেই ওরা ছিল সবচেয়ে শক্তিশালী তাই স্বর্ণসময়ের কাছে ওরা বার বার ফিরে যেত চায় ।
যুদ্ধ বিধ্বস্ত আফগানের মতো হওয়াই যেন তাদের স্বপ্ন । আমরা সবাই তালেবান , বাংলা হবে আফগান!! " এটাই ওদের আসল শ্লোগান । কিন্তু একি ওরা কি বলছে ??
স্বাধিনতা এনেছি স্বাধিনতা রাখব !!
মানে ??
আর ক্যাম্পাসে যাওয়া হলো না । রিকশা ঘুরালাম আবার, বাসার জন্যে । মাথার উপরের সূর্যটা ততোক্ষনে উত্তাপ ছড়াতে শুরু করেছে. ফেরার পথে মাথার উপরের সূর্যকে প্রশ্ন করলাম, সূর্য আজ তুমি কোনদিকে উদিত হয়েছ ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।