আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের ডিসেম্বর প্রজেক্টঃ সেক্টর - ইলেক্ট্রনিক মিডিয়া

চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...

দৈবক্রমে জামায়াতের 'ডিসেম্বর প্রজেক্ট প্ল্যান' এর কিছু অংশ লিক হয়েছে। এর প্রাপ্ত অংশ ব্লগারগণের উদ্দেশ্যে নিবেদিত হইল। সতর্কবানীঃ প্ল্যানের কন্টেন্টের ব্যাপারে সাবধান। (পরম করুনাময়ের নামে) প্রোজেক্ট নেমঃ অপারেশান সার্চ মিডিয়া ক্যাটাগরিঃ সিক্রেট প্রায়োরিটিঃ টপ সেন্সেটিভিটিঃ হাই সেক্টরঃ ইলেক্ট্রনিক মিডিয়া - বাংলা ব্লগ ডিটেইল্ড ইন্সট্রাকশান্সঃ ~~~~~~~~~~~~ উদ্দেশ্যঃ সাধারণ মানুষের দৃষ্টি তথাকথিত মুক্তিযুদ্ধ অর্থাৎ'পাক-ভারত' যুদ্ধের বাইরে রাখা মূলনীতিঃ নীতি নেই যেকোন উপায়ে বর্ণিত উদ্দেশ্য সফল কর। হাতিয়ারঃ * গ্রেড কঃ ইসলাম প্রচার, আস্তিকতার গুনগান, নাস্তিকতার গুষ্ঠি উদ্ধার, ধর্মবিদ্বেসের প্রতিবাদ, সেক্যুলারিজমের প্রতিবাদ ইত্যাদি * গ্রেড খঃ যুদ্ধের পরিস্থিতির অপব্যাখ্যা, ধর্ষিতা অ মরা বাঙ্গালীদের সংখ্যা নিয়ে ঘাপলা করা, যুদ্ধাপরধীর 'কৌশলি' বিচার চাওয়া ইত্যাদি।

কুইক সুফলঃ ইলেক্ট্রিনিক মিডিয়া ইউজারদের একটা অংশ (২৯%*) আগামী ইলেকশানে জামাতের পক্ষে আসবে। সুদূরপ্রসারী সুফলঃ ১০ বছরের মধ্যে আম-জনতা তৌহিদি জনতায় রুপান্তরিত হবে। ফলাফল খোলা মাঠে জামাতের গোল ঠেকানোর কেউ থাকবে না। জেনারেল গাইডলাইনঃ ডিসেম্বার খুবই ঝুকিপূর্ণ মাস। তাই কার্যপলাপে সতর্ক হওয়া দরকার।

ব্লগে আক্রমনের মাত্রা তাই প্রতি ঘন্টায় মনিটর করতে হবে। প্রাথমিকভাবে, কয়েকটা এলোমেলো পোষ্ট দিয়ে পরিস্থিতি যাচাই করতে হবে; এক্ষেত্রে কিছু নতুন নিক ইউজ করাই নিরাপদ। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা ঠিক করতে হবে। টাইমলাইনঃ ১-৪ ডিসেম্বর পরিস্থিতি যাচাইঃ প্রতিপক্ষের কার্যকলাপ ও তার মাত্রা পরীক্ষা করা। ৫-১০ এ্যাকশনঃ উপরে উল্লেখিত ক গ্রেডের সকল হাতিয়ার ব্যবহার কর।

১১-১২ সাময়ীক বিশ্রাম। ১৩-১৫ দ্বিগুন শক্তিতে আক্রমন। সকল গ্রেডের হাতিয়ার ব্যবহার কর, প্রয়োজনে নতুন স্ট্রেটেজিক হাতিয়ার দেওয়া হবে। ১৬-২০ সাময়ীক বিশ্রাম - সবাই বাট স্টান্ডবাই থাকবে। ২১-২৫ অপারেশনের টেস্ট ডেটা কালেকশাল ও এ্যানালিসিস ২৬-৩১ এ্যানালিসিসের উপর ভিত্তি করে অপারেশনাল হাইকমান্ড ইলেক্ট্রিনিক উইং পরবর্তী কর্মপন্থা নির্ধারন করবে ফান্ডঃ বন্যার নামে গোপনে আসা সৌদি ফান্ড এবং ইসলামী ব্যাঙ্কের ২০০৭ অর্থ বছরের মোট মুনাফার ১০%।

কন্টিনজেন্সি ফান্ড থাকবে, তবে তা হাউকমান্ড থেকে অনুমোদিত হতে হবে। ফান্ড ইউজেস রুলঃ ক গ্রেডের হাতিয়ার ব্যবহার করে প্রতি ব্লগ পোষ্টের জন্য ১০ রিয়াল সমপরিমান টাকা প্রদেয় খ গ্রেডের হাতিয়ার ব্যবহার করে প্রতি ব্লগ পোষ্টের জন্য ১৫ রিয়াল সমপরিমান টাকা প্রদেয় পুরষ্কারঃ যদি পোষ্ট টপ-লিস্টে যায় তবে এককালীন ৫০০ রিয়াল জাঝা রেফারেন্সঃ * জামায়াতের অর্ধ-বার্ষিক শত্রু নিরীক্ষা রিপোর্ট জানুয়ারী - জুন ২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.