সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
দু বারের ধারাবাহিক সাফল্যের পর আবার আসছে নতুন সঙ্গীত প্রতিভা বিকাশের ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ।
দরকারী তথ্যঃ
অডিশন:
জানুয়ারি মাসের মাঝামাঝি দেশের ৬টি বিভাগে আঞ্চলিক পর্যায়ের অডিশন শুরু হবে। আঞ্চলিক রাউন্ডে উত্তীর্ণরা ঢাকায় এসে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
ব্যতিক্রম:
অনুষ্ঠানটির প্রযোজক তানভীর খান এবারের আয়োজনের সঙ্গে থাকছেন না।
এবার পুরো অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এনটিভির তারকা সাংবাদিক এবং প্রশংসিত প্রযোজক সুপন রায়।
বিচারক:
এবার বিচারক হিসেবে থাকছেন মোট পাঁচজন সঙ্গীত ব্যক্তিত্ব
১.সুবীর নন্দী
২.আহমেদ ইমতিয়াজ বুলবুল
৩.রেজওয়ানা চৌধুরী বন্যা
৪.কুমার বিশ্বজিত এবং
৫.ফাহমিদা নবী।
তবে বিচারক বাছাইয়ের এই সিদ্ধান্ত পরে পরিবর্তিত হতে পারে। গত দু বার রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের অনেক প্রতিযোগী অংশগ্রহণ করলেও এ ধারার গানের কোন বিচারক ছিলেন না। তাই এবার একজন রবীন্দ্র সঙ্গীতের শিল্পী বিচারক হিসেবে থাকছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।