প্রত্যাবর্তন
আমাদের ইংরেজী আপা ছিলেন শিলা আপা। তিনি একদিন ক্লাশে আমাদের ব্যাপক হাসালেন। এরপর বললন :মেয়েরা তোমরা কি কেউ বলতে পার- what is the length of smile ? একজন তার দুই আঙ্গুল দিয়ে দেখাল- আপা দেখাল আপা এতটুকু ,আরেকজন দুহাত বাড়িয়ে বলল -আপা এতটুকু ,আরেকজন রীতিমত মুখটাকে যতটা সম্ভব চওড়া করে বলল -আপা এতটুকু আপা বললেন না। তারপর তিনি নিজেই উওর দিলেন-what is the length of smile ? -mile,mile & mile.ঠিক দু'দিন পরের ঘটনা। আমরা
৫-৬জন কলেজে মাইক্রোতে করে ফিরছিলাম।
পথে হোটেল শেরাটনের কাছে গিয়ে জ্যামে পড়লাম। শেরাটনের সব জানালাগুলোতে সাধারনত পর্দা দিয়ে আটকানো থাকে। কিন্তু একটা জানালার পর্দা খোলা ও একটা মেয়ে দাড়িয়ে ছিল। অনেকদুর থেকে অস্পষ্ট মুখ দেখে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য শুরু করল। তারপর কথার প্রসঙে সবাই হাসতে শুরু করলাম।
হাসছি তো হাসছি। বেরসিক ড্রাইভার বারবার ঝারি দিতে লাগল। কিন্তু কে শোনে কার কথা। আমরাতো অনবরত হাসছি। জ্যামের মধ্যে ছিলাম।
কিছুক্ষন আমি খেয়াল করে দেখলাম আমাদের পাশে রিকশার যাত্রী এমনকি প্রাইভেট গাড়ির ভদ্রলোকও হাসছেন। হাসি সৎক্রামক রোগ। গাড়ির মধ্যে আমাদের হাসি দেখে আশেপাশের এতগুলোর লোকের মুখে হাসি দেখে আমার বারবার আপার সেই কথাটি মনে হচ্ছিল:
হাসির দৈর্ঘ্য-mile,mile & mile.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।