আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতু নাটক প্রসঙ্গ : টিকিট কেটে নাটক দেখুন

ভালো লাগে রাস্তায় একা একা হাঁটতে , একা মুভি দেখতে অথবা প্রিয় গানে হারাতে ।আমার সবচেয়ে বড় বন্ধু আমি । পৃথিবীর সবচেয়ে বেশী ভালো লাগে আমাকে।"usually a few no of frnd like me but, nobody loves me."সবাই চঞ্চল বললেও আমার কাছে আমি ধীর । আগবাড়িয়ে কিছু করতে যা বিশ্বব্যাংক ফিরে এসেছে! ইতিমধ্যেই একথা সবারই জানা হয়ে গেছে। বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণার পর সরকারী দলের মধ্যে উৎসব শুরু হয়ে গেছে। তবে বিশ্বব্যাংকের কিছু যৌক্তিক-অযৌক্তিক প্রস্তাব মেনে নিয়েছে সরকার! তার পরও বাংলাদেশ সরকারের জন্য এটি অনেক বড় অর্জন বলে মনে করছেন শেখ ফজলুল করিম সেলিম! তবে এই অর্জনটা আরও দশমাস আগেও হতে পারতো। দুর্নীতির লোভে পরে কথিত কিছু লোক টাকা পাউয়ার আগেই দুর্নীতি নামক গু খেয়ে দশ মাস পিছিয়ে দিল পদ্মাসেতু প্রকল্প! যাই হোকনা কেন বাংলাদেশ সরকারের চামচারা যে দুর্নীতি মুক্ত নয় সে কথা বিশ্বব্যাংক প্রমান করে দিল! মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে বলব, আপনার মন্ত্রী-আমলাদেরকে সাবধান করে দিন! সারা পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি আর ক্ষুণ্ণ করবেন না। তবে বিরোধীদলের জন্য আফসোস হচ্ছে, কারন তাদের একটা ইস্যু বিলীন হয়ে গেল। পদ্মাসেতু নিয়ে আর সরকারের পাছায় পিন মারা হবেনা বিরোধীদলের!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.