আমাদের কথা খুঁজে নিন

   

অতিথি পাখির কলতানে মুখর এখন হাকালুকি ও অন্যান্য অভয়ারণ্য

কেএসআমীন ব্লগ

অতিথি পাখির কলতানে মুখরিত হয়ে উঠেছে সিলেটের মৌলবীবাজারের হাকালুকির জলাভুমি। সরালি, কালোকুট, গ্যাডওয়াল, পিনটাইন, নরদাম সুবেলার, কমন পোচার্ডসহ নানা জাতের পাখি জলকেলিতে নাকি ব্যস্ত । এবার পাঁচটি বিলকে অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। এগুলো হলো দহবিল, হাল্লা-জল্লা, হারামডিঙা, নাগোয়া-লবিরই ও চাতলা বিল। অতিথি পাখি দেখতে আসা পর্যটকদের সুবিধার্থে হাকালুকি হাওরে তিনটি সুপরিসর পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। হাকালুকি ছাড়াও ঢাকার জাহাংগীরনগর বিশ্ববিদ্যলয়, চিড়িয়াখানা এলাকায়ও আছে অতিথি পাখির কলতান। আসুন এই শীতে সবাই ঘুরে আসি এসব এলাকা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য্য অবলোকন করি, পাখি শিকার থেকে বিরত থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।