- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
প্রচন্ড কষ্ট বুকে নিয়ে একটা আনন্দের কবিতা লিখবো বলে
কীবোর্ডে দ্রুত গতিতে হাত চলতে চলতে হঠাৎ থেমে যায়!
অশ্রুর বর্ষনে বিরামচিহ্ন এঁকে দিয়ে হাসিমুখ আনবো বলে
টিস্যুর মনোরম বাক্সখানা ছুঁড়ে ফেলতে ফেলতে থমকে যাই!
কী যেনো লিখে যাচ্ছি অহেতুক অকারণ যদিও এ বিশ্বে কিছুই অ. অ. নয়! প্রতিটা মেঘের আড়ালেই সূর্য হাসে। অস্থিরতা ব্যর্থতা দুঃখ কষ্ট জীবনেরই অঙ্গ। এদেরকে এড়িয়ে যেতে নেই, তাহলেই পেয়ে বসে। মেজাজ খারাপ হয়ে আছে ভীষণ, তবুও সেটাকে আরো কাছে টেনে নিয়েছি; আমি কি ডরাই!! দুঃখ দুঃখ খেলা ছেড়ে দিয়েছি, এখন শুধু হাসিমুখ নিশিদিন সারাবেলা।।
তাই বলি বিক্ষিপ্ত স্রোতে ভেসে যাক সকল অস্থিরতা.. যতো কাঙালপনা।
একই সুর দূরে যায় ভেসে একই রঙধনু আকাশে
একই সূর্যের নীচে আমরা
তবু দূর বহুদূরে যেনো অন্তহীন দুঃস্বপ্নের মতো
আমাদের এই বিচ্ছিন্নতা
তবু স্বপ্ন হৃদয়ে আছে দুঃখ আমার দিগন্তে
আমার আলো কাঁদে আঁধারের নীচে
তবু অর্থহীন কেনো এই ছুটে চলা
যখন ঘিরে আসা অমানিশা, তবু সূর্যের নীচে আমরা
একই সূর্যের নীচে আমরা...
বিস্মৃত কতো প্রহরে কতো আবেগী সময়ে
একই সাথে উড়তে শেখা
একই সাথে স্বপ্ন বোনা আজ একাকী ফিরে দেখা
সেই স্বপ্নের নীরবতা
তবু স্বপ্ন হৃদয়ে আছে দুঃখ আমার দিগন্তে
আমার আলো কাঁদে আঁধারের নীচে
তবু অর্থহীন কেনো এই ছুটে চলা
যখন ঘিরে আসা অমানিশা, তবু সূর্যের নীচে আমরা
একই সূর্যের নীচে আমরা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।