আমাদের কথা খুঁজে নিন

   

হাইব্রীড বীজ(বন্ধ্যা ধান)কে না বলুন



কলিমদ্দিন একজন কৃষক। চাষবাস করিয়াই তাহার জীবন চলে। পিতৃপুরুষের জমি আর চাষবাস পদ্ধিততে মোটামুটি টেনে টুনে চলে যাচ্ছিল। তো হল কি....আসলো কর্পোরেট জামানা .... সে কি আর অতশত বুঝে? টিভিতে বিজ্ঞাপন দেখে.... এইবার ধান তুইলা বিয়া করবো..... মহাজনের চোখের সামনে দিয়া ৭০০ টাকার মাছ নিয়া যায়... আহা কি শান্তি!! অবশেষে সেও হাইব্রীডের পাল্লায় পড়লো.... ১ম বছর বাম্পার ফলন... আর পায় কেডা...সত্য সত্যই বিয়াও একখান সাইরা ফেলল... ২য় বছর .... আহ ... বেক্কলেরা খালি খালি বাজে কথা কয়... হাইব্রীড বীজ ভাল না... কি সব ফালতু কথা! দাদা শুনে আর হাসে...অলক্ষে.. বিট্রিশ... পাকি...স্বাধীন দেশে..কত অভিজ্ঞতা..দাদার.. জীবনের পরতে পরতে.. পরের বছর নাতি কলিমদ্দির মন খারাপ। কোন কিছু ভাল ভাবে শোনে না... বলে না.. বউটা খালী কান্দে... বীজের দাম বাড়ছে...সারের নাগাল পাওয়া যায় না... আর সার না হইলে ..ফসল তো.. খোয়াব... মাথায় হাত কলিমদ্দির.... দাদা জান দুর্বল শরীরে কাছে ডাকে... অনিচ্ছায় কলিমদ্দি এগিয়ে যায়.. শোন নানা ধীরে ধীরে বলে.. এখন বুঝলি তো... হাইব্রীড.. নতুন নতুন ভালা.. কিনতু তোরে বীজ দেয় না.. ফারমের মুরগীর লাহান... একবেলাই শেষ..আর আমরা ..হাজার বছর চাষ করছি... ধান হইছে...বীজও তুইলা রাখছি.... বন্ধ্যা ধান ছিল না আমাগো ডা...এই ডা তো বন্ধ্যা ধান.. এখন বুঝলা তো..নানা.. আর বার বার বেশি সার দিয়া জমিনরে ফেলছ পুইরা... অহন তারে আবার আমাগো নিয়ম মতো... মাটির ভাব মতো খাতির দিয়া আদর কইরা কথা কও দেখবা মাটি আবার হাসতেছে.. আবার তোমার ফসলে গোলা ভরবে....খালি তাই না... তোমারে আগামীর বীজও দিব... বিনি পয়সায়... বহুজাতিক কর্পোরেট বানিজ্যের নতুন ধারা হাইব্রীড আমদানি নির্ভর... পরমুখাপেক্ষী.. এককালীন... এই পদ্ধতিকে না বলুন... কৃষি আগ্রাসন থেকে নিজে বাচুন দেশকে বাঁচান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।