...
কিশোরী বুক উঁচিয়ে সাবালিকা হওয়ার ভাব প্রকাশ করে;
বেহায়া বাতাসের সাথে পাল্লা দেয় কিশোরীর
হাল ফ্যাশনের শর্ট স্কার্ফ, ফ্রগ আর দেহের ভাঁজ...
দেহের অলিগলি।
বাজারে আসা নতুন ওড়নায় ঢাকে না দূরন্ত যৌবন
পাড়ার মোড়ে হাইব্রীড যুবকেরা মোবাইল সেটে
এফ. এম. শোনে, নেট থেকে লোড করা পর্নোগ্রাফী দেখে
রঙ্গীলা বন্ধুর মুখ পানে চেয়ে থাকে, মিসকলে আর
ফ্রি এসএমএস-এ চাওয়া-পাওয়ার ফর্দ পাঠায় সময়-অসময়
ব্লুটুথে আদান প্রদান করে কাল্পনিক এক সত্ত্বা।
বিদ্যুত চলেগেলে আবাসিক এলাকায় নেমে আসে প্রেম
সেলুলারের মিটিমিটি আলোয় কিছুটা আলোকিত পথ।
হাতের মুঠোয় কার অস্বিত্ত্ব, কানের গোড়ায় কার স্বর;
বিদ্যুত বিহীন আলোআধাঁরীতে অচেনা মুখের আনাগোনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।