পরম করুনাময় ও মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
চোখ বুজলেই যেন স্বপ্নেরা বাড়ি ফেরে,
রাত্রির গভীরতা এড়িয়ে ভর করে যেন দু'লোচনে,
শত গভীরতার মাঝে ও যেন জোনাকি হয়ে জ্বলার
আভিপ্রার তার মাঝে তাড়া করে ক্ষনে ক্ষনে।
নির্বিকার আঁখি বড় পরিশ্রান্ত,
তাইতো দখিনের সবগুলি জানালা খুলে
নীলিমার নীল আধার অবলোকন করে।
আর যেন ঝিরি ঝিরি বাতাসের নীল সুঘ্রানে
কম্পমান হয় তার হৃদয়ের কোমল ভাবনা গুলি।
তারপর ও যেন ফিরে গেলে তুমি,
ঐ স্বপ্নদের ফিরে যাওয়ার মত;
আমি সেই আগের মতই যেন,
আজও বসে আছি কোন এক পল্লব বিহীন
বৃক্ষ তলে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।