আমাদের কথা খুঁজে নিন

   

চৈতালী গান

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

অসমাপ্ত ভোরে তোমারে যখন গান শুনাইতে বলেছি তখন কিসব বাজে চারিধারে! তার কোন ঠিক নাই ঠিকানাও নাই! কেমন অপ্রাপ্তির মতো ঠিকানাহীনতা বাজে আর তুমি নিশ্চুপ থেকেছো কচ্ছপের মতো অথচ কারা যেন বলে, বলে যায় নীরবতা মানে অভদ্রতা নয়! আমি ঐ কারা-দের খুঁজে খুঁজে সময় কাটাই যদিও তখনো আমার চারপাশে বাজছে অকাল গোত্রহীনতা ভোর আর কখনো সকাল হয়না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।