আমাদের কথা খুঁজে নিন

   

"সিডর" দুর্গতদের সার্বিক পুনর্বাসন : একটি ব্যক্তিগত প্রশ্ন

http://www.myspace.com/423882880/music/songs/31785002

১. সকালে পত্রিকায় একটা নিউজ পড়ে ভালো লাগলো। বাংলাদেশ ব্যাংক সিডর দুর্গত এলাকার কৃষকদের জন্য কৃষিঋণের শর্ত শিথিল করেছে। অর্থাত যারা কৃষি ঋণ নিয়েছে, তাদের সুদ সংক্রান্ত ও ঋণ মওকুফ জাতীয় সুবিধা পাবে। গতকাল এনটিভিতে রাত ১২টায় "এই সময়ে " টক শো অনুষ্ঠানে দেশের অর্থনীতিবিদরা বলছিলেন সিডর দুর্গত বাসীদের ভবিষ্যত নিয়ে! যা আমার কাছে মনে হয়েছে খুবই সমসাময়িক আলোচ্য বিষয়। শুধু শুকনো খাবারই নয়, পরবর্তীতে উপকূল বাসীদের ভবিষ্যত ও তাদের সার্বিক জীবনমান উন্নয়ণের বিষয়টা সরকারকে ভাবতে হবে।

স্থানীয় প্রশাসনকে ঢেলে সাজাতে হবে! এর মধ্যে স্থানীয় অধিবাসীদের প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে যে, সিডর আঘাত হানার আগে ইউএনও ও ইউনিয়ন চেয়ারম্যান কোনো সহযোগিতা করেনি বা সতর্কীকরণের কোনো পদক্ষেপই নেয়নি! সরকার আশা করছি, এই মহামানবদের পুরস্কারের ব্যবস্থা করবেন! ২. উপকূলীয় অধিবাসীদের অধিকাংশই মত্সজীবি। তাদের প্রযুক্তিগত সুবিধা দিতে হবে। ওখানে ঠিক কতোসংখ্যক মত্সজীবি আছে এবং মত্সজীবি পরিবার আছে সেটার কোনো পরিসংখ্যান আছে কিনা আমার জানা নেই। স্থানীয় কোনো সংগঠনের( এন জি ও হতে পারে) মাধ্যমে সেই পরিসংখ্যান নির্ধারণ করা এবং তাদের যাবতীয় পেশাগত সুবিধা দিতে হবে। অর্থনৈতিক ভাবে তারা লাভবান হতে পারে এবং তাদের পরিবার গুলো আর্থিক নিরাপত্তা পেতে পারে, সে ব্যবস্থা করতে হবে।

কেন্দ্রীয় সরকারের মনিটরিং এ সকল বিষয় অন্তর্ভূক্ত থাকলে ভালো হয়। ৩. আমাদের নোবেল লরিয়েট ড.মু.ইউনুস সাহেব এখন পুনেতে আছেন। তিনি গতকাল পুনেতে কোনো কনফারেন্সে বলছেন, ঋণদাতাদের মানবিক হতে হবে। সিডর আক্রান্ত ও বিধ্বস্ত দেশের একজন স্বনামখ্যাত নাগরিক এ সময় দেশে নেই, ভাবতে ভালো লাগছেনা। তাঁর গ্রামীণ ব্যাংক উপকূলীয় অধিবাসীদের প্রতি কি কোনো মানবতা প্রদর্শন করবেন?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।