আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিজের নিচে ভূতুড়ে মেইল বক্স!

থেমস নদীর ওপর দিয়ে লোকজনের যাতায়াতের ব্যস্ত ব্রিজ। ব্রিজের নিচে অথই পানি। আর সেখানেই একরাতের মধ্যে কোত্থেকে কে খুলে দিয়েছে রাজকীয় মেইল বক্স! এই ভূতুড়ে মেইল বক্সের খবরটি এসেছে ডেইলি মেইলে।
 
চারদিকে কঠোর নিরাপত্তা বলয়। অথচ নিরাপত্তাকর্মীরা কেউই জানে না কে, কখন এটা বসিয়েছে।

ব্রিটেনের 'রয়্যাল মেইল বক্স'গুলোতে এমনিতেই যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ডাকযোগে চিঠি আদান-প্রদাণে এই মেইল বক্সগুলা রাষ্ট্রীয় সেবার অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত পরিষেবা।
 
ঘটনার সূত্রপাত বার্কশায়ার শহরে। সেখানকার লোকজনই ডাক বিভাগে খবর পাঠায় ব্রিজের নিচে একটি রাজকীয় মেইল বক্স খোলা রয়েছে। এমন অদ্ভুত খবরের সঙ্গে লোকেরা ছবিসহ ডাক বিভাগে জানায়।

ঘটনাস্থলে এসে রীতিমত ভিমড়ি খাওয়ার যোগার ডাক বিভাগেরকর্মীদের। তারা সাফ জানাল এটা আমরা খুলিনি। নিরাপত্তা বিভাগের লোকজনও নিশ্চিত করল তারাও কিছু জানে না। এদিকে ব্রিজের ওপর দিয়ে নিয়মিত যাতায়াতকারীরা জানান, একরাতেই এই ভূতুড়ে মেইল বক্স খোলা হয়েছে। ব্রিজের নিচে, পানির ওপর এই রয়্যাল মেইল বক্সটি দেখতে ভিড় করছে স্থানীয় লোকজন।

 
 
মিডিয়াকর্মীরাও ফলাও করে প্রচার করে এই খবরটি।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.