ঘন কুয়াশার কারণে ব্রিজের রেলিং ভেঙ্গে ট্রাক খাদে পড়ে ট্রাক চালক নিহত হয়েছে।
আজ দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের সদর উপজেলার সদরপুর-দরবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাছে এই দুর্ঘনা ঘটে।
নিহত ট্রাক চালক তারা চাঁন (৪২) এর বাড়ী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার দৌলতদিয়া গ্রামে।
হাইওয়ে পুলিশ এসআই সামিউল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে চুয়াডাঙ্গা থেকে একটি ট্রাক (যার নং- ট- ১১-০৩৩৩৫) পাথর আনার জন্য পঞ্চগড় যাচ্ছিল। ট্রাকটি দিনাজপুর সদর উপজেলার দরবারপুর নামক স্থানে আসলে ঘনকুয়াশায় ব্রীজের রেলিং ভেঙ্গে পানিতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক তারাচান এবং হেলপার রাসেল ও হামিদুল পানিতে ডুবে যায়। ট্রাক হেলপার রাসেল ও হামিদুল পানি থেকে উঠে আসতে পারলেও চালক আটকা পড়ে যায়। পরে দিনাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালক তারা চাঁন-এর লাশ উদ্ধার করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।