আমাদের কথা খুঁজে নিন

   

আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর (উত্সর্গ সঞ্জীব চৌধুরী) : সুস্থ হয়ে ওঠো সঞ্জীব দা

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

সঞ্জীব দা তোমার গানের সাথে আমাদের এই হেড়ে গলার গান আবার মেলাতে চাই। ফিরে আসো তুমি, এভাবে চলে যেতে পারোনা। আমার খুব প্রিয় একটি গান এটি। সঞ্জীব দা তোমার গান তোমাকেই উত্সর্গ করলাম। প্লিজ এভাবে চলে যেওনা ।

আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্দুর শুধু একটি বার একটি বার তুমি বৃষ্টি ঝরাও ফিরে চাও শুধু একটি বার একটি বার তুমি স্বপ্ন ওড়াও ফিরে চাও আমার সুরের সাথে তোমার সুর মেলাও । । তীর হারা এই দুঃসময় স্বপ্ন ডাক দেয় হাতছানিতে যায় হারিয়ে আধার অচেনায় আমার গানের সাথে তোমার গান মেলাও । । কোন গভীরে ডুবেছিলে কোন সে মোহনায় যায় সীমানা যায় পেরিয়ে তোমার আঙ্গিনায় চোখের পলক চোখে কুনঠি একাকার ।

। মৃত্যু এবার ফিরে যাও, সৃষ্টিকর্তা সঞ্জীবদাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনুক এই প্রার্থনা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.