আমাদের কথা খুঁজে নিন

   

মনের মাঝে দাগ জমেছে ....

আজ আমি বাধন হারা তাই বলে কি মনের মাঝে বাধবো ঘর তোমায় ছাড়া? আজ আমি বড্ড একা তাই বলেকি মনের মাঝে অন্য কেউ দেবে দেখা? আজ আমি নতুন হবো তাই বলেকি মনের মাঝে স্মিৃতি টাকে দূরে ছুড়বো? আজ আমি হাসবোনা তাই বলে কি মনের মাঝে হাসির ছবি আকবোনা? আজ আমি কোন কথা শুনবোনা তাই বলে কি মনের মাঝে সুখের স্বপ্ন বুনবোনা? আজ আমার মন খারাপ তাই বলে কি মনের মাঝে কষ্টের নেব ছাপ? আজ আমার কাদঁতে মন চায় তাই বলে কি মনের মাঝে কষ্ট গুলোকে দাড় করিয়ে রাখবো ঠায়? আজ আমার ভালোবাসতে সখ জাগে তাই বলে কি মনের মাঝে থাকবে কেউ তোমার আগে? আজ আমার সুখ হারিয়েছে তাই বলে কি মনের মাঝে শক্ত কোন দাগ জমেছে? অ:ট:একজন ব্লগারের মন খারাপের পোষ্টে কমেন্টস করতে গিয়ে আমার নিজেরই মন খারাপ হয়ে গেল তাই মনে যা এলো লিখে ফেললাম প্লিজ আবোল তাবোল লেখা পড়ে রাগ করবেন না আর একটা কথা,আমার লেখায় প্রচুর বানান ভুল থাকে তাই সবাই কষ্ট করে শুদ্ধ বানানে পড়ে নিয়েন প্লিজ প্লিজ প্লিজ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.