আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের জন্য ঘূর্ণিঝড় সতর্কীকরণ পূর্বাভাস

পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে

ট্রপিক্যাল সাইক্লোন ০৬ বি (সিডর) ==================== (সাময়িক পোস্ট) হারিকেনের তীব্রতাসম্পন্ন প্রচন্ড ঘূর্ণিঝড় ‘SIDR’ যার সাংকেতিক নাম ০৬ বি বর্তমানে (বাংলাদেশ সময় ১৪ই নভেম্বর, বুধবার সকাল ৯ টায়) বাংলাদেশ উপকূল থেকে কিছুটা দক্ষিণ-পশ্চিমে ভারতের কলকাতা শহর থেকে ৫০০ নটিক্যাল মাইল অর্থাত ৯২৬ কিমি দক্ষিণে বংগোপসাগরে অবস্থান করছে। স্যাটেলাইট চিত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বর্তমানে এর বাতাসের গতিবেগ নির্ণয় করা হয়েছে ঘন্টায় ২১২ কিমি বা ১৩২ মাইল (১১৫ নট)। অর্থাত যুক্তরাষ্ট্রে প্রচলিত স্কেল অনুযায়ী এটি একটি ক্যাটাগরি ‘চার’ মাত্রার হারিকেন যা অতি ভয়ংকর। এটি বর্তমানে ঘণ্টায় ১২ কিমি গতিতে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। গুয়ামে অবস্থিত আমেরিকার জয়েন্ট টাইফুন ওয়ার্ণিং সেন্টারের মডেল অনুযায়ী (প্রথম চিত্র) এটি ১৬ নভেম্বর ০০ জুলু টাইম অর্থাত বাংলাদেশ সময় ১৬ নভেম্বর শুক্রবার ভোর ৬ টার কাছাকাছি সময়ে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশ তথা খুলনা অঞ্চল অতিক্রম করতে পারে।

আশার কথা, বর্তমানে ঘূর্ণিঝড়টির প্রকৃতি ভয়ংকর হলেও মডেলের পূর্বাভাস অনুযায়ী বিরাজমান আবহাওয়ার প্রেক্ষিতে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে; বিশেষ করে 18N (১৮ ডিগ্রী নর্থ) এর পরে এটি খুবই দুর্বল হয়ে পড়ার কথা। পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর শুক্রবার ভোর ৬ টার দিকে এর গতিবেগ ঘন্টায় ১৩০ কিমি বা ৮০ মাইল (৭০ নট) –এর কাছাকাছি হবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাত তখন ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি এক মাত্রার মোটামুটি দুর্বল ঝড়ে পরিণত হবে এবং সুন্দরবন এলাকা দিয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারে। আশা করছি, সরকার জান-মালের ক্ষয়-ক্ষতি কমানোর জন্য তড়িত পদক্ষেপ নেবেন। সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ জনস্বার্থে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রদান করা হইল।

পুর্বাভাসের দায়দায়িত্ব যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্ণিং সেন্টার এবং ভারতীয় আবহাওয়া বিভাগ-এর। তথ্যসূত্রঃ ============== জয়েন্ট টাইফুন ওয়ার্ণিং সেন্টার ভারতীয় আবহাওয়া বিভাগ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.