আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুবর

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

মাঝে মাঝে তোকে যে কথাগুলো বলি বা বলা হয় না, মাঝে মাঝে আমি যে কথাগুলো শুনি বা শোনা হয় না। ১। রাগ করিস না, দোস্ত ২। নারে পাগল, খুব বেশি খাই নাই।

এইতো একটু...হে হে হে হে ৩। চান্দু!, বাপরে শিখাইয়ো না। ৪। এভাবে হ্য়ত না করলেও পারতিস ৫। খালি একবার কইয়া দেখ ৬।

বিশ্বাস কর, আমি এখনো ভার্জিন। ৭। দিয়ে দে শালারে ভাল কইরা, একটাও যেন মাটিত না পড়ে ৮। আমার খাইয়া দাইয়া আর কোনো কাম কাজ নাই যে.... ৯। পল্টি মারলি! ১০।

তোমার শ্বাশুরি তো আমার শালি লাগে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।