আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় বন্ধুবর



অনেকদিন ব্লগে লেখা হয় না। আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় বাসায় ভেবেছিলাম একটু বেশি ঘুমাবো। কিন্তু সকাল বেলায় হঠাৎ ঘুম ভাংতেই দেখি ঝুম বৃষ্টি । কেমন যেন নষ্টালজিক হয়ে গেলাম। অনেক পুরনো দিনের কথা মনে পড়ে গেলো।

আনন্দ বেদনার যুগল অদ্ভূত এক অনুভূতি আমাকে ছেয়ে ছিল বহুক্ষণ। মনে পড়ে গেল অনেক বন্ধুর কথা, যাদের সবার সাথে আমার যোগাযোগ অনেকদিন ধরেই নেই। কিন্তু বন্ধুদের কথা কি ভোলা যায়? স্কুলে যখন পড়ি, ক্লাস সিক্সে, তখন থেকে আমার বন্ধুত্ব মামুনের সাথে। ও আর আমি মিলে তখন যে সব দুষ্টুমি করতাম, এসব এখন বললে কেউ বিশ্বাস ও করবে না। আমাদের দুজনকেই আবার সবাই মহা ভালো ছাত্র, ভালো ছেলে হিসেবে চিনতো।

এভাবে নীরবে, নিভৃতে দুষ্টুমি করতে করতে স্কুল লাইফ শেষে কলেজ লাইফেও আমরা একসাথে ছিলাম। ভার্সিটি লাইফে অবশ্য আর একসাথে থাকা হয়নি। তবে বন্ধুত্ব ঠিকই ছিল। ঐ সময়টা আমরা দুজন ই খুব মিস করেছি। কেননা, কলেজ লাইফ পর্যন্ত আমরা সব সময় পড়ালেখা থেকে শুরু করে সব বিষয়ে একে অন্যকে সহযোগীতা করতাম।

যদিও আমরা দুজনেই কিন্তু প্রতিযোগী ছিলাম । স্কুল লাইফের আরেকজন ভালো বন্ধু ছিল ফাহিম। ও একটু খেয়ালী ছিলো। আজও তেমনই আছে। মডেলিংয়ে খুব ব্যস্ত থাকে বলে আজকাল তেমন একটা যোগাযোগ হয়না।

তবুও জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু সময়ে ও আমার পাশে ছিল। ওকে দারুন মিস করি। আরোও একজন অসম্ভব ভালো বন্ধু হল সুনাম। সদা হাস্যময় এই ছেলেটিকে দারুন মিস করি। ও যদিও আমার স্কুলেই পড়ত, তবে ওর সাথে ঘনিষ্ঠতা হয় কলেজে উঠে।

যতক্ষন থাকত, সবাইকে মাতিয়ে রাখত। কলেজ লাইফের শেষে ও ইংল্যান্ড চলে যায়। তারপরও এখন পর্যন্ত নিয়মিত যোগাযোগ হয় ওর সাথে। প্রতি বছর ও সামার ভ্যাকেশনে যখন বাংলদেশে আসত, খুব মজা হত। তবে এ বছর নাকি ও আসতে পারবে না।

এটা নিয়ে একটু মন খারাপ আমার। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ার কলেজ কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে বন্ধুত্ব হয় প্রিয়াংকার সাথে। ওর কথা ও খুব মনে পড়ে। মনে আছে, এইচ.এস.সি পরীক্ষার আগে আমার যখন টাইফয়েড হ্য়, ও একদিন বৃষ্টিতে ভিজে আমাকে দেখতে এসেছিলো। ভার্সিটি লাইফে এসে ও চলে যায় সিলেটে।

তারপর থেকে নিয়মিত যোগাযোগ না হলেও ওর কথা মনে পরে ভীষন। এবার আসি নীরবের কথায়। পাগলা কিসিমের এই ছেলেটির সাথে আমার বন্ধুত্ব কলেজ লাইফে ঝগড়া করতে করতে। তারপর একসাথে কলেজের হয়ে নানা কুইজ প্রোগ্রামে অংশগ্রহন করা আর নিজেদের মনের সব কথা শেয়ার করতে করতে খুব ভালো বন্ধু হওয়া। ওর সাথেও কলেজ লাইফের পর আর সেভাবে যোগাযোগ হয়নি, কেননা ও তখন পড়াশুনার জন্য চিটাগাং চলে যায়।

আরও মনে পরে জিয়নের কথা, সাদের কথা, হিয়া এর কথা, শিমনের কথা, অনন্যা এর কথা....। যদিও দেখা হয়না অনেকদিন তারপরও বলব, ভালো থাকিস সবাই। খুব মিস করি তোদেরকে...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.