আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: প্রেয়সী সন্ধ্যানদী

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

ফুল দিলে না, নদী দিলে দু'হাতে আর তাতেই মন্থিত দিন। তাই যাই যাই করেও যাওয়া হলোনা কতোবার! কী এক আশ্চর্য্য সন্ধ্যায় অবিশ্রান্ত বৃষ্টির ছোপ ললাট বেয়ে পড়েছিল আঁচলে, মুক্তোর কণার মতো- কৈলাসে সরোদ বাজিয়েছিল মোহনায়। তোমার আঙ্গুল গলে এক একটি মোহন ভালবাসা- ছুঁয়েছিল সরল রেখার মতো কপালে কপোলে নন্দিতসাগরসন্ধ্যা। যাই করেও যাওয়া আর হলোনা প্রেয়সী যে অঙ্কুর ঘিরে ভালোবাসা, সে তো অনাদীআশ্চর্য্যমানস! ছুঁয়ে ছুঁয়ে ধুয়ে ধুয়ে মৃগনাভীসুমন্দনির্যাস। নদীতেই থাকবো আমি। পাড় থেকে পারান্তরে, চিরন্তন তৃষিতবালক। তোমাকেই স্পর্শ করে উড়ন্ত প্রেমপারাবত আর প্রান্তসীমার কুয়াশাযুগলসন্ধ্যা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.