যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে সিরিয়া আক্রমণ ইস্যুতে প্রস্তাবিত এক ভোটাভুটি স্থগিত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি জানায়, ওবামা আজ বুধবার বলছেন, রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ সিরিয়ার আওতার বাইরে নেওয়ার জন্য আপাতত কূটনৈতিক পন্থাকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
সম্ভাব্য মার্কিন সামরিক হামলা এড়াতে মজুদ রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সঁপে দিতে রুশ প্রস্তাবে গতকাল মঙ্গলবার রাজি হয়েছে সিরিয়া। এরপর ওবামা আজ এ ঘোষণা দিলেন।
অভিযোগ আছে, গত ২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের কয়েকটি স্থানে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে এক হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে।
দুই বছর ধরে গৃহযুদ্ধে আক্রান্ত দেশটির জনগণের ওপর এ হামলার দায় সরকারের, নাকি বিদ্রোহীদের, তা এখনো নিশ্চিতভাবে জানা সম্ভব না হলেও, যুক্তরাষ্ট্র দাবি করছে, এর জন্য দায়ী সরকার। তাই সিরীয় সরকারকে হটাতে দেশটিতে ব্যাপক সামরিক হামলার প্রস্তাব করে আসছে ওবামার সরকার।
ওবামা আজ বলেছেন, সিরিয়া সংকটের সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে অবশ্যই সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার পর্যন্ত ওবামার সরকার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের সমর্থন পেতে জোর তদবির চালিয়েছে। কিন্তু দেশটির রাজনীতিক ও জনগণের ওপর বিভিন্ন পত্রিকা ও প্রতিষ্ঠানের চালানো জরিপ থেকে জানা যায়, সরকারের প্রস্তাব খুব অল্প সংখ্যক মানুষের সমর্থন পেতে পারে।
তাই সিরিয়া আক্রমণ করা হবে কি না, সেজন্য কংগ্রেসে যে ভোটাভুটির আয়োজন করার কথা ছিল, সেটিকে আটকে দিয়েছেন ওবামা। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ভোটাভুটি হলে, ওবামার সরকারের ভরাডুবি হতো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।