হাঁ , আমি মনে করি তিনিই প্রথম এম পি হতে যাচ্ছেন বৃটিশ পার্লামেন্টে।
রুশনারা আলী । লেবার দলের প্রার্থী । তাকে ঘিরে বিলেত এখন স্বপ্নময় , গোটা বাঙালী অভিবাসীদের ঘরে ঘরে।
তার জন্ম সিলেটের বিশ্বনাথের বুরকী গ্রামে , ১৯৭৫ সালে।
বিলাত আসেন সাত বছর বয়সে। বেড়ে উঠেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায়। মালবারী স্কুল থেকে পাশ করে তিনি পাড়ি জমান
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
এক বর্ণাঢ্য জীবনের অধিকারী তিনি। দায়িত্ব পালন করেছেন সাবেক
এম পি ওনা কিং এর পার্লামেন্টারী এসিষ্ট্যান্ট হিসেবে।
ইক্যুয়ালিটি এন্ড হিউম্যান রাইটস কমিশন কর্তৃক মুসলিম ওম্যান পাওয়ার লিষ্ট - ২০০৯ এ স্থান পেয়েছেন তিনি।
দ্যা ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকা তাকে লন্ডনের এক হাজার প্রভাবশালী
ব্যক্তিত্বের তালিকায় মনোনীত করেছে।
আপনাকে শুভেচ্ছা - রুশনারা আলী। কীপ ইট আপ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।