হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই
বেশকিছুদিন বিরতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছেড়েছেন। তিনি বলেছেন, হিটলার, লেনিন এবং লাদেন ভাই ভাই। আমি অনেকদিন থেকে লাদেন সম্পর্কিত নিউজ এবং ভিউজগুলো পড়ছি। হিটলারের লেখা থেকে শুরু করে তার কর্মকাণ্ডের ওপর বিভিন্নজনের বিশ্লেষণগুলোও পড়ছি। লেনিন বিষয়ে কথা ও লেখা তো পড়তেই হয়েছে।
এদেরকে নিয়ে হাজার হাজার ব্যক্তি লাখ লাখ পাতা খরচ করেছেন, ব্যবহার করেছেন গিগাবাইট গিগাবাইট ডিস্ক স্পেস। কিন্তু আমার স্বীকার করতে দ্বিধা নেই- এই তিন ব্যক্তির কর্মযজ্ঞগুলোর তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে একমাত্র উপসংহারে পৌঁছেছেন বুশই। আর কেউ এ ধরনের বিশ্লেষণ উপস্থাপন করতে পারেননি। নোয়াম চমস্কি, স্যামুয়েল পি হান্টিংটন, এডওয়ার্ড সাঈদ, তারিক আলী, জোসেফ স্টিগলিৎজ থেকে শুরু করে বাঘা বাঘা পণ্ডিত বুদ্ধিজীবি যা পারেননি, তাই দেখিয়েছেন জনাব বুশ। তাই আমি জোরালো দাবি করছি, পত্রপত্রিকাগুলো যেভাবে আগ্রহসহকারে উপর্যুক্ত পণ্ডিত ব্যক্তিদের কলাম যোগাড় করে ছাপেন, এখন থেকে বুশের লেখাও তেমন গুরুত্ব দিয়ে ছাপা হোক।
তিনি যদি এখন সময় করে উঠতে না পারেন, তাহলে প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেওয়ার পরপরই যেনো তার লেখা আমরা পড়তে পারি। তার লেখার ওপর আমরা মন্তব্য করবো, প্রতিক্রিয়া পাঠাবো, ব্লগে আলোচনা করবো। তাতে আমাদের জ্ঞান বাড়বে। পৃথিবীর রাজনীতি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে তুলনামূলক আলোচনা খুব কমই হয়, এ ব্যাপারে বিশ্লেষকদের দক্ষতাও খুব কম। আমি অসম্ভব আশাবাদী, বর্তমান প্রেসিডেন্ট বুশ সে জায়গাটি পূরণ করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।