আমাদের কথা খুঁজে নিন

   

পত্রিকায় ‘এনএসএ’ গুপ্তচরবৃত্তির বিস্তারিত

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এনএসএ শত্রু রাষ্ট্র ছাড়াও নিয়মিত বন্ধু রাষ্ট্রের উপর সাইবার গুপ্তচরবৃত্তি করে।
এনএসএর হ্যাকিংয়ের জন্য টেইলরড অ্যাকসেস অপারেশনস অ্যান্ড দ্য ট্রান্সগ্রেশন (টিএও) নামে আলাদা একটি বিভাগ রয়েছে। টিএও বিভিন্ন দেশের কম্পিউটারে অনধিকার প্রবেশ করে ডেটা সংগ্রহ করে। আবার অনেক সময় তারা এমন গুপ্তচর সফটওয়্যার ইনস্টল করে, যা ওই কম্পিউটারের ডেটা এনএসএর কাছে পাঠাতে থাকে।
শুধু সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে নয়, বিভিন্ন কূটনৈতিক ও অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্যও এনএসএ সাইবার গুপ্তচরবৃত্তি করেছে এবং করছে।
সামরিক বাহিনীকে যুদ্ধক্ষেত্রে সাহায্যের জন্যও এনএসএর সাইবার গুপ্তচরবৃত্তির নজির পাওয়া গেছে। এ ছাড়াও বিভিন্ন দেশের রাজনীতি, মাদক, ধর্ম ইত্যাদি বিষয় নিয়ে যেসব পরিস্থিতি সৃষ্টি হয়, তাও সাইবার গুপ্তচরবৃত্তির মাধ্যমে নজরদারিতে রাখে এনএসএ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.