কে জানে কখন ভেঙ্গে পড়ি পাখা
২০০২ সাল
মসজিদ থেকে বের হয়েই পত্রিকা পড়তে ঢুকলাম দোকানে।
প্রথম পাতায় আজ মজার একটি কার্টুন দিয়েছে।
রাজাকারের ছবি. . .
একহাতে নোটা আর এক হাতে মেসাক নিয়ে (শু. বা .) যাচ্ছে তার কাজ সারতে।
পত্রিকা পড়েই বাড়িতে ফিরলাম। ফিরেই দেখলাম দাদা কলের ধারে ।
কি জন্য যেন ডাকাডাকি করছেন.।
বললেন.....
"যা তো বাবু! আমার মেসাক টা ফেলে আসছি। নিয়ে আয়তো গিয়ে। "
পাঁচটা না, দশটা না , একমাত্র দাদা আমার, না শুনে কি পারি?
এক দৌড়ে গিয়ে নিয়ে আসলাম।
দাদার হাতে মেসাকটা দিতেই দাদা তাকিয়ে হাসলেন।
দাদার সেই হাসি দেখে পিলে চমকে উঠলাম।
আমি এই মাত্র তাকে দেখে এলাম তাকে। পত্রিকার ঐ কার্টুনটি তো আমার দাদুরই............
কার্টুনিস্ট ভায়েরা .....
প্লীজ......................................
পত্রিকায় রাজাকারের ছবি দিন, আমার দাদার ছবি দেবেননা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।