আমাদের কথা খুঁজে নিন

   

মেলা

ইউরোপের জানালায় আমার বাংলা ভাবনা

মেলা চলছে , মেলা চলবে এসো পশরের প্রাণ মোহনা, সুন্দরের সাহস। এসো উদযাপন করি সুন্দরের রুদ্র সাহস। যাকে চোখের গভীরে রাখি, তাকে রাখি মনের অধীরে, তাকে টঙ্কারে বাজাই, সাজাই ওঙ্কারে। রুদ্র তুমি ডুগডুগি, তুমি বাঁশপাতার বাঁশি। তুমি দ্রোহী, তুমি দিওয়ানা।

তুমি গরীব গোরে শামাদান, অশ্রুখৈয়াম। রুদ্র বিচ্ছু ডাক হরকরা, দুর্ভিক্ষের শস্যকণা, আমিষ শর্করা। রুদ্র মাঠে মাঠে কৃষকের খাজনা, মুক্তিযুদ্ধের বিজয় বাজনা, রুদ্র বাজে। রুদ্র হাসে। হো হো করে না, গড়ায় না, হাসে।

সে হাসি ছড়ায়। আমি হাসি, তুমি হাসো, সে হাসে। রুদ্র বুকে বুকে ধিকিধিকি প্রাণ হেমন্ত অঘ্রাণ, রুদ্র ভিন্ন ভিন্ন দিকচিহ্ন। সুঘ্রাণ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.