আমাদের কথা খুঁজে নিন

   

ফোন রেকর্ডার



আপনার কাছে যদি একটা ইন্টারনাল অথবা এক্সটার্নাল মডেম থাকে যা কোন কাজে আসছে না তবে এই মডেমটিকে খুব সহজেই আপনি ফোন কল রেকর্ডারে রুপান্তর করতে পারেন। যাদের কাছে পুরনো মডেম নেই তাদেরও নিরাশ হবার কোন কারন নেই। কারন আমরা মডেম থেকে কিছু কম্পোনেন্ট খুলে নেব তাই যাদের কাছে মডেম নেই তারা কম্পোনেন্টগুলো বাজার থেকে কিনে নিলেই হবে। যা যা খুলে নিতে হবে: -একটি অডিও ট্রান্সফর্মার -দুইটি ১০ কিলোওহমস বা কাছাকাছি মানের রেজিস্টর -দুইটি IN 4001 gw ওই ধরনের ডায়োড -দুইটি ১০ মাইক্রোফারাড বা কাছাকাছি মানের ক্যাপাসিটর -দুইটি ফিমেল ফোন সকেট -একটি অডিও আউটপুট সকেট সবকিছু যোগার হয়ে গেলে নিচের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী তৈরী করে ফেলুন। অন্যান্য ছবিগুলোও এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করবে। সার্কিটটি তৈরী হয়ে গেলে ফোন সকেটের একটাতে ফোন লাইন থেকে এবং অন্যটার সাথে ফোন সেটের সংযোগ দিন। একটা অডিও ক্যাবল(যে ক্যাবল দিয়ে সাবওফারের সাথে সাউন্ডকার্ডের সংযোগ দওয়া হয়) দিয়ে অডিও আউটপুট সকেট থেকে কম্পিউটারের সাউন্ডকার্ডের লাইন ইনে সংযোগ দিন। এবার যেকোন অডিও রেকর্ডিং সয়টওয়্যার দিয়ে ভয়েস রেকর্ড করুন। রেকর্ডিং সফটওয়্যার হিসেবে জেটঅডিও বা অডাসিটি ব্যবহার করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।