আমাদের কথা খুঁজে নিন

   

ভয়ংকর দামী মোবাইল ফোন

উপরে যে মোবাইল ফোনটা দেখছেন তার নাম: Stuart Hughes iPhone 4 Diamond Rose Edition: এটার দাম US$ 8,000,000.00 মানে প্রায় ৬৫ কোটি টাকা! এটা লিভারপুলের Stuart Hughes কোম্পানী বানিয়েছে, অবশ্য ভিতরের জিনিস প্রায় সবই এপল এর। এটাতে গোলাপী স্বর্ণ ব্যাবহার করে বানানো হয়েছে যাতে ১০০ ক্যারেট নিখুত হীরা আছে। এর 'এপল' এর লোগোটা ৫৩ টা দামী হীরা, হোম বাটনটা ৭.৪ ক্যারেট গোলাপী হীরা আর প্লাটিনাম আর এর বাক্সটা ৭ কেজি এক টুকরা গ্রানাইট পাথর কেটে বানানো হয়েছে। এবার উপরের মোবাইল ফোনের ছবিটা দেখুন, এটার দাম US $ 3,200,000.00 প্রায় ছাব্বিশ কোটি চব্বিশ লাখ টাকা! এটার নাম Gold Striker 3Gs Supreme । এটাও বানিয়েছে যুক্তরাজ্যের Stuart Hughes ।

এর কেসিংটা ২৭১ গ্রাম ২২ ক্যারেট সোনার তৈরী, এর স্ক্রিনে ৫৩ টা ১ ক্যারেট হীরা আছে আর এর 'হোম' বাটনটা ৭.১ ক্যারেটের একখান হীরা। এবার উপরে তিন নম্বরেরটা দেখুন। এটার নাম King Button iPhone এটার দাম US $ 2.4 Million প্রায় উনিশ কোটি আটষট্টি লাখ টাকা! এটা বানিয়েছে অস্ট্রিয়ান স্বর্ণকার পিটার এলয়সন। এটার চার পাশে ১৩৮ টা অপুর্ব হীরা আছে সাথে আছে ৬.৬ ক্যারেটের সাদা হীরার 'হোম' বাটন। উপরের এটার নাম Goldvish Le Million এটা জেনেভাতে তৈরী আর এটাতে ২০ ক্যারেট বিশেষ হীরা আছে সাথে আছে ১.৮ ক্যারেটের সাদা সোনা।

আর এটার দাম US $ 1.3 Million দশ কোটি ছেষট্টি লাখ টাকা! উপরের এটার নাম Diamond Crypto Smart Phone আর এটার দামও US $ 1.3 Million । এটার কভারে ৫০ টা হীরা ৮ টা দুর্লভ নীল হীরা আর এর লোগোটা ১৮ ক্যারেট রোজ গোল্ড দিয়ে তৈরী। এটাও বানিয়েছে পিটার এলয়সন। এটার নাম Gresso Luxor Las vegas Jackpot এর এটার দাম US $ 1 Million । এতে ৪৫.৫ ক্যারেট কালো হীরা আছে আর এর প‌্যানেলটা তৈরী হয়েছে ২০০ বছরে পুরোনো পৃথিবীর সবচাইতে দামী আফ্রিকান ব্লাক উড দিয়ে।

উপরের ছবির Sony Ericsson Black Diamond মোবাইল সেটটার দাম তিন লাখ ডলার। উপরের এটার দাম ১৭৬০০০ ডলার। এটার নাম Peter Aloisson Princess Plus। এতে ৩১৮ টা হীরা, উপরিভাগে ১৭.৭৫ ক্যারেট হীরা আর চার পাশে ১৮ ক্যারেট সাদা সোনা আছে। উপরের ছবির এই মোবাইল ফোন সেটটার নাম Nokia 8800 Arte with Pink Diamonds এটার দাম $134,000 ।

এটার নক্সা করেছেন পিটার এলয়সন। নীচের এই মোবাইল ফোন সেটাটার নাম হল Ulysse Nardin’s The Chairman – এটার দাম $49,500 বিশেষ হীরা বলতে এর 'কাট' টা বিশেষ ধরনের তাই এর দাম অনেক বেড়ে যায়। হীরার দাম এটার কাট এর উপর নির্ভর করে। উপরের অধিকাংশ ফোন সেটই Mass Production হয়না, অর্ডারে সরবরাহ করা হয়। সুত্র: নেট  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.