আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ফরেন পলিসি'র দিক পরিবর্তন--- সিদ্ধান্তটা কার?

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই বর্তমান গ্লোবালাইজেশনের যুগে আন্তর্জাতিক রাজনীতি একটা বড় প্রেক্ষাপট। আমাদের মত দেশের জন্য তো অতি গুরুত্বপূর্ণ ইস্যু! বিশ্বে পরিস্কার ২টি বিভাজন আছে, মোটামুটি ১টি মোটা দাগে বিভক্ত এই বিশ্ব। ১- পশ্চিমা। ২- পশ্চিমা বিরোধী। ----------------------------- একটা গণতান্ত্রিক দেশের ফরেন পলিসিতে সে দেশের জনমতেরই প্রতিফলন ঘটে।

কোল্ড ওয়ার শেষ হবার পর, মানে ৯০'র দশক থেকে বাংলাদেশ প্রধানত পশ্চিমা ব্লকেই আছে (ছিল)। বিভিন্ন দাতাসংস্থা এবং পাবলিক ও সরকারি রিলেশনই তার প্রমান। বর্তমান সরকারে'র আমলে ধীরে ধীরে বাংলাদেশে'র প্রধান ব্যাবসা ও উন্নয়ন সহযোগী পশ্চিমাদের সাথে বাংলাদেশের দুরত্ব বাড়ছে, এবং পশ্চিমাদের বিরোধী শিবিরের সাথে ঘনিষ্টতা বাড়ছে! গ্রামীন ব্যাংকের ঘটনার পর বিশ্বব্যাংকের সাথে টানাপোড়েনের মাঝেই বেলারুশের একঘরে প্রেসিডেন্টের আগরমন-ভিয়েতনামে প্রধানমন্ত্রীর সফর এবং সর্বশেষ রাশিয়া সফরে ঋন করে বিরাট বাজেটের অস্ত্র ক্রয় বিচ্ছিন্ন কোন ঘটনা না। এটা বাংলাদেশের ফরেন পলিসিতে অতি পরিষ্কার টার্ন। আমাদের বাংলাদেশ যে পরিষ্কারভাবে অক্ষ পরিবর্তন করছে, এটা কার মতামতে'র ভিত্তি'তে করছে? আতংকের ব্যাপার হলো, এই পরিবর্তনটা স্বতস্ফুর্ত বা লাভ-ক্ষতি'র হিসাব থেকে হচ্ছে না, বরং বর্তমান সরকারের সাথে পশ্চিমাদের সম্পর্কে ক্রমাগত ব্যাক্তিগত মতবিরোধ থেকে হচ্ছে।

পশ্চিমাদের সাথে আমাদের আদর্শিক কোন দ্বন্দ নেই, আমরা মুক্ত বাজার অর্থনীতি'র বাজার চালাই, গণতান্ত্রিক রাজনীতি করি, ধর্মনিরপেক্ষ আইন মানি। আমাদের প্রধান ব্যাবসায়ী পার্টনার পশ্চিমা ও তাদের সহযোগী আরব-পূর্ব এশিয়ান দেশগুলো, এমনকি আমাদের দেশের জনগণও পড়তে বা বসবাসের জন্য পশ্চিমা দেশগুলোতেই রয়েছে এবং যাচ্ছে, তবে কেন আমরা একনায়ক কেন্দ্রিক সাবেক সোভিয়েত ব্লকে'র সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করছি? এমনকি সংসদেও এই বিদেশনীতি'র পরিবর্তন নিয়ে কোন আলোচনা হয়নি! তাহলে দেশ ও জাতি'র ভবিষ্যত নিয়ে এত বড় সিদ্ধান্তটা আসছে কোথা থেকে? কার কাছ থেকে? এই ব্যাপক পরিবর্তন যারা ভোগ করবে সেই জনগণের কেন কোন ভূমিকাই নেই এত বড় একটা পরিবর্তনে??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.