আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল)

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

আমি যাবো মাটি ও মাঠে,নদীতে নদীতে ডিঙি বেয়ে, আমি যাবো ধানক্ষেতের আল দিয়ে হেটে, সবুজ ঘাসের চাদর পায়ে মাড়িয়ে, রোদ পোহানো শীতে, ঝমঝম বৃষ্টির বর্ষায় । আমি যাবো অসংখ্য গলা মৃত পিতৃপুরুষের উত্তরাধিকার বয়ে নিয়ে, ৩৬ বছরের পুরোনো এক অন্ধকার রাতের ক্যম্পে, আমার বোনের নগ্ন উলঙ্গ শরীরের একেকটি দূ:স্বপ্নকে বুকের মাঝে পরম মমতায় লালন করে, আমার ছোটভাইয়ের বেয়োনেট খুচাঁনো লাশের স্মৃতি কাধে নিয়ে, আমি যাবো এই বাংলার পথ প্রান্তরে । আমি কাদঁবো না, আমি হাসবো না, আমি শুধু সবাইকে স্মরণ করিয়ে দেব সেই সব পশুদের কথা, যারা তাদের নখরে,ধারালো দাতে ছিন্নভিন্ন করেছিল, আমার ,তোমার,তার আর আরো অগনিত মানুষের স্বজনকে । আমি চিৎকার করে বলবো, ওরা মানুষ খুন করেছে,আসো আমরা পশু হত্যা করি । আসো আমরা আজ এই মাটিতে পুতে ফেলি এই সব হায়েনার যতো সব নোংরা রাজনীতি, এই সব বরাহের উদ্বাহু নৃত্য, এই সব সারমেয়ের অশুভ চিৎকার । আসো,বর্জন করো,বর্জন করো আসো,প্রতিরোধ করো,প্রতিরোধ করো। আমি জানি এই নি:সঙ্গ পথচলায়, আমার পায়ের সাথে মিশবে নতুন পা, আমার হাতে হাত রাখবে অগনিত নতুন হাত আমার কাধ ছুঁয়ে যাবে,অগনিত নতুন কাধ । সেই সব মানুষকে নিয়ে পথ পেরুতে আমি এক কাকভোরে ঘর ছেড়ে বেরুচ্ছি , আমি বেরুচ্ছি তোমাদের আঙিনার খোঁজে, আমি বয়ে নিচ্ছি পিতৃপুরুষের উত্তরাধিকার, বোনের নগ্ন উলঙ্গ শরীরের দূ:স্বপ্ন ছোটভাইয়ের বেয়োনেট খুচাঁনো লাশের স্মৃতি ... তুমি যদি যাও তবে,এই নাও ইশতেহার, পথের খরচা হিসেবে বুকপকেটে নাও কিছু দূ:খ, এর বেশি কিছু নয়, নয় আলাপনে সময় ক্ষেপন, তার চেয়ে এই ভালো, চলো,পথিক,চলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।