আমাদের কথা খুঁজে নিন

   

মাগার মুবাইল কিনছি একখান...রিপোষ্ট।

যা লিখি তাই অখাদ্য হয়। তবুও চেষ্টায় আছি....

যারা পোষ্টটি পড়তে পারেননি তাদের জন্য আবার করা হলো। অনেকদিন ব্লগে আসি না। একটু ব্যাস্ত ছিলাম। দেশে আসবো সামনের মাসে।

তাই একটু কেনাকাটা নিয়ে ঝামেলায় আছি। একখান মুবাইল কিনলাম কালকে। ফিচার দেইখ্যা মাথা খারাপ। নিচে এই মুবাইলের কেরামতির পুরা ফিরিস্তি দিলাম। আপনেগোর কার মুবাইলের ফিচার কি?আসেন মিলাই ।

আর ভালা কতা,কয়ডা ল্যাপটপ আনতাছি । লাগলে আওয়াজ দিয়েন। মাগনা না কিন্ত। টেহা দেওন লাগবো । ৪১৬ মেগা প্রসেসর।

১২৮ র‌ম। উইন্ডোস অপারেটিং ৫ ২.১ মেগাপিক্সেল ক্যামেরা। বিল্ট ইন টিভি,রেডিও এমপি৩,এমপি৪ ২ গিগা মেমোরি কার্ড কল ব্লকিং সুবিধা। কল রেকর্ডিং সুবিধা। (কেউ আপনেরে মোবাইলে থ্রেট দিলে তার খবর আছে,সব রেকর্ড হইবো ) বিল্ট ইন ওয়াই-ফাই ব্লুটুথ ইন্টারনেট এক্সপ্লোরার।

আছে সব রকমের মেসেন্জার। আরো অনেক কিছু!বলে শেষ করা যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.